স্পোর্টস ডেস্ক : একেবারে নিকটে বাংলাদেশ দলের ভারত সফর। এই সফরে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। মাঠের বাইরের আন্দোলন শেষে এবার সফরের প্রস্তুতিতে নজর দিচ্ছে তারা। প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে দুটি ম্যাচও খেলবেন সাকিব আল হাসানরা।
মোট চার দিনের প্রস্তুতি নিয়ে ভারতে উড়াল দেবে বাংলাদেশ দল। শুক্রবার থেকে শুরু হওয়া প্রস্তুতির প্রথম দুই দিন স্কিল নিয়ে কাজ করা হবে। পরের দুই দিন ২৭, ২৮ অক্টোবর নিজেদের মধ্যে খেলা হবে দুটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচই হবে দিবা-রাত্রির; শুরু হবে সন্ধ্যা ৬টায়।
২৯ অক্টোবর বিশ্রাম নিয়ে পরের দিন ভারতের উদ্দেশে দেশ ছাড়বে লাল-সবুজ দল। স্বাগতিকদের সঙ্গে সাকিবরা টি-টোয়েন্টি ম্যাচগুলো খেলবে ৩, ৭ ও ১০ নভেম্বর। তিনটি ম্যাচের ভেন্যু যথাক্রমে দিল্লী, রাজকোট ও নাগপুর। এরপর ১৪ নভেম্বর ইন্দোরে ও ২২ নভেম্বর কলকাতায় টেস্ট ম্যাচ দুটি শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।