২৩-২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন পররাষ্ট্র সচিব

জুমবাংলা ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শ্রিংলা গত ডিসেম্বরে দুই দিনের সফরের জন্য মোমেনকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

পররাষ্ট্র সচিব আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে পৌঁছবেন। সেখানে তিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট একটি সূত্র আজ বাসসকে একথা জানিয়েছে।

পররাষ্ট্র সচিব চেন্নাই থেকে পরের দিন ২৪ ফেব্রুয়ারি নয়া দিল্লি যাবেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সূত্রমতে, বৈঠকে পররাষ্ট্র সচিব নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

মোমেন ভারতে তার তিন দিনের সরকারি সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে নয়া দিল্লি ত্যাগ করবেন।

নয়া দিল্লিতে বাংলাদেশ মিশনের একটি সূত্রের সঙ্গে যোগাযোগ করলে সূত্রটি সফরের বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা এই সফর নিয়ে কাজ করছে। ওই মিশনের এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, এই সফর প্রায় নিশ্চিত। আমরা এ নিয়ে কাজ করছি।’ তবে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

মোমেন বার্ষিক বাংলাদেশ-ইন্ডিয়া ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য গতবছরের ২৭ থেকে ২৯ জানুয়ারি ভারত সফর করেন।-বাসস