Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মুম্বাইয়ে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে অনেক রাস্তা পানিতে তলিয়ে গেছে। অতি বৃষ্টির কারণে বেশ কিছু ফ্লাইটও বাতিল করতে হয়েছে। বৃষ্টির পানি জমে থাকার কারণে রাস্তায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে।
এর ফলে শহরের বিভিন্ন জায়গায় বেশ যানজটের সৃষ্টি হয়েছে। মুম্বাইয়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টম্বর) স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির আবহাওয়া অফিস মুম্বাই ও তার আশেপাশের এলাকার জন্য একটি সতর্কতা জারি করে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.