ভার্চুয়াল কণা আসলে কী?

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শূন্যস্থান পুরোপুরি শূন্য, এ বিশ্বাস পদার্থবিজ্ঞানীদের মধ্যে দৃঢ় ছিল গত শতাব্দীর ২০-এর দশকেও। আসলেই কি তাই?

নিউটনীয় বলবিদ্যা দিয়ে আসলে শূন্যস্থানের মাহত্ম্য বোঝা অসম্ভব। কিন্তু কোয়ান্টাম বলবিদ্যার আবির্ভাবের পরে, শূন্যস্থানের অন্দরেও আলো ফেলেতে সক্ষম হন বিজ্ঞানীরা। দেখেন শূন্যস্থানকে আমরা যতই শূন্য বলি, আসলে তা শূন্য নয়।

কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব অনুযায়ী, মহাবিশ্বে শূন্যস্থান বলে কিছু নেই। যেসব জায়গা আমরা শূন্য মনে করি, সেগুলো আসলে ভার্চুয়াল কণার রঙ্গমঞ্চ।

ভার্চুয়াল কণা মূলত একজোড়া কণা-প্রতিকণা। এরা শূন্য থেকে সৃষ্টি হয়।

শূন্যস্থানে প্রতিনিয়ত এদের জন্ম হচ্ছে। সঙ্গে সঙ্গেই আবার পরস্পরকে ধ্বংস করে বিকিরণে পরিণত হচ্ছে। এই সৃষ্টি আর ধ্বংস হওয়ার মধ্যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। তাই এই কণাগুলোকে দেখা যায় না।

এ কারণে এদের ‘ভার্চুয়াল’ কণা বলে।

সূত্র: ফিজিকস ওয়ার্ল্ড