অনলাইনে পরিচয়, এরপর সম্পর্ক এবং পরিশেষে পরিণয়ের উদাহরণ কম নয়। বর্তমান সময়ে অনলাইনে উপস্থিতি আমাদের জীবনযাপনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। সেখানে নানা ধরনের মানুষের সঙ্গে পরিচয় ঘটে। সেখান থেকে মনের মানুষ খুঁজে পাওয়া বিচিত্র কিছু নয়। কিন্তু অনলাইন যেহেতু ভিন্ন দুনিয়া, তাই সেখানে তৈরি হওয়া সম্পর্ক কতটা সত্যি তা জানা জরুরি। চলুন জেনে নেওয়া যাক-
বাস্তব প্রমাণ
অনলাইন সম্পর্কের প্রাথমিক চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো এর সত্যতা বোঝা। অনেকে বলেন, অনলাইনে তৈরি হওয়া সম্পর্কের ক্ষেত্রে গভীরতা এবং আন্তরিকতার অভাব রয়েছে যা বাস্তবে তৈরি হওয়া সম্পর্কের ক্ষেত্রে পাওয়া যায়। ভার্চুয়াল স্পেসগুলোতে তৈরি হওয়া সম্পর্কে মানসিক সংযোগ কতটুকু থাকে তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। এসব ক্ষেত্রে ভুল উপস্থাপনা এবং প্রতারণার সম্ভাবনাও থাকে। তাই অনলাইনে সম্পর্কে জড়ালেও বাস্তবে তা কতটুকু সত্যি তার প্রমাণ থাকা চাই। যদি তা না পাওয়া যায় তবে সতর্ক হোন। এটি প্রেমের বদলে প্রতারণা হওয়ার আশঙ্কাই বেশি।
ধারাবাহিকতা এবং স্বচ্ছতা
অনলাইন সম্পর্কের সত্যতা থাকলে সময়ের সঙ্গে সঙ্গে পারস্পারিক যোগাযোগ এবং আচরণে ধারাবাহিকতা থাকে। পরস্পর পরিচয়, উদ্দেশ্য এবং অনুভূতি সম্পর্কে স্বচ্ছ, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়াকে উৎসাহিত করে। তাই এদিকে খেয়াল রাখুন। এরকমটা কি শুধু আপনার দিক থেকে হচ্ছে নাকি সে-ও আপনার মতোই সমর্থন দিচ্ছে?
বিনিয়োগ এবং প্রতিশ্রুতি
অনলাইনে তৈরি হওয়া সম্পর্ক যদি খাঁটি হয় তবে তাতে সময়, প্রচেষ্টা, এবং মানসিক শক্তির বিনিয়োগ থাকবে। তখন দু’জনই যোগাযোগের জন্য সমানভাবে আগ্রহী হবেন, কথা বলার জন্য মুখিয়ে থাকবেন কিংবা দেখাও করতে চাইবেন। পারস্পারিক সহানুভূতি এবং সমর্থনও থাকবে সেখানে। তাই অনলাইনে যদি সম্পর্কে জড়ান, সেক্ষেত্রে এদিকে খেয়াল রাখুন।
যাচাইযোগ্য তথ্য
আপনাকে সে যেসব তথ্য দিচ্ছে তার সত্যতা যাচাই করার সুযোগ আছে তো? তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখুন। সে যদি সম্পর্কের ক্ষেত্রে সত্যি হয় তবে এই সুযোগ সে নিজেই করে দেবে। তার বাস্তব পৃথিবী এবং পরিচিতির সঙ্গে সে আপনাকে পরিচয় করিয়ে দেবে। তাই একটু সময় নিয়ে খেয়াল করুন যে এগুলো তার ভেতরে রয়েছে কি না। শুরুতেই আবেগে ভেসে যাবেন না।
সামনাসামনি দেখা করা
অনলাইন সম্পর্কের সত্যতা নিশ্চিতের জন্য মুখোমুখি দেখা হওয়া জরুরি। এটি সম্পর্ককে গতিশীল করতে পারে। তবে খেয়াল রাখবেন, অল্পদিনের পরিচয়ে কারও সঙ্গে দেখা করতে যাবেন না। নিরিবিলি কোনো স্থানে তো নয়ই। এতে করে আপনি বিপদেও পড়তে পারেন। তাই সবার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করে নেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।