জুমবাংলা ডেস্ক : ভার্চুয়াল কোর্টের কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো প্রকার পোস্ট এবং মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল হাইকোর্ট আইনজীবীদের প্রতি এ নির্দেশনা প্রদান করেন। সুপ্রিম কোর্টের সভাপতি-সম্পাদককে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজল যুগান্তরকে বলেন, ভার্চুয়াল কোর্টের কার্যক্রম নিয়ে বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে হাইকোর্ট সমিতির সভাপতি-সম্পাদককে ডেকে একটি নির্দেশনা প্রদান করেন। এতে বলা হয়েছে, ভার্চুয়াল কোর্টের কার্যক্রম নিয়ে ফেসবুকে কোনো প্রকার পোস্ট এবং মন্তব্য করা যাবে না। আদালতের নির্দেশের পর মঙ্গলবার বিকালে সমিতির পক্ষ থেকে সব সদস্যদের এ নির্দেশনার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।