বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মেটাভার্স ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার এবং হয়রানি বন্ধে নতুন টুল যুক্ত করতে যাচ্ছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্মে পারসোনাল স্পেস বাউন্ডারিজ নামে টুলটি যুক্ত করা হবে। খবর রয়টার্স ও এনগ্যাজেট।
মেটার নতুন পারসোনাল বাউন্ডারি টুলের মাধ্যমে ব্যবহারকারীরা যখন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের মাধ্যমে হরিজন ওয়ার্ল্ডস ও হরিজন ভেনুসে প্রবেশ করবেন তখন নিজ ও অন্যদের অ্যাভাটারের মধ্যে ন্যূনতম চার ফুট দূরত্ব দেখতে পারবেন। মূলত প্রতিটি অ্যাভাটার দুই ফুট বাবলের মধ্যে থাকবে। ফলে দুজনের মধ্যে চার ফুটের দূরত্ব তৈরি হবে। বাবলের মধ্যে থাকা অবস্থায় কেউ অন্যের জায়গায় প্রবেশ করতে চাইলে তাদের সামনে এগোনোর মোশন বন্ধ হয়ে যাবে।
ভার্জকে দেয়া এক সাক্ষাত্কারে মেটা জানায়, অন্যের স্পেসে প্রবেশ না করতে পারলেও ভার্চুয়াল প্লাটফর্মে ব্যবহারকারীরা বাবলের মধ্যে থেকে একে অন্যকে অতিক্রম করতে পারবেন। ফলে কোনো ব্যবহারকারী প্লাটফর্মের কোনায় বা রাস্তায় আটকে থাকবেন না।
এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, নতুন টুলটি সাধারণভাবে সবার জন্য চালু থাকবে। এতে ব্যবহারকারীরা অপরিচিত কিংবা অনাকাঙ্ক্ষিত যোগাযোগ বা কথোপকথন থেকে নিরাপদ থাকতে পারবেন। হরিজন ওয়ার্ল্ডসহ বিভিন্ন ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্মের ব্যবহারকারীরা অনলাইন হয়রানি ও আক্রমণাত্মক আচরণের বিষয়ে অভিযোগ জানানোর পর নতুন টুল যুক্ত করার সিদ্ধান্ত নেয় মেটা।
ফেসবুক থেকে মেটা নামকরণের পর প্রতিষ্ঠানটি মেটাভার্স তৈরিতে ও ব্যবহারকারীদের উদ্বুদ্ধ করতে ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটিতে বড় বিনিয়োগ করে আসছে। মেটাভার্স হচ্ছে ভবিষ্যৎ ভার্চুয়াল দুনিয়ার একটি নেটওয়ার্ক যেখানে ব্যবহারকারীর বিভিন্ন ডিভাইস ব্যবহার করে প্রবেশের মাধ্যমে কাজ করতে পারবে, সামাজিকীকরণ ও বিনোদন গ্রহণ করতে পারবে।
মেটাভার্সের মতো প্লাটফর্মের অংশ হিসেবে হরিজন ওয়ার্ল্ডস ও হরিজন ভেনুসের মতো ব্যয়বহুল ভার্চুয়াল রিয়েলিটি সোশ্যাল প্লাটফর্ম তৈরি করা হয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো বিদ্যমান সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সমস্যাযুক্ত বিষয়বস্তু ও এর অপব্যবহার রোধে করণীয় বিষয়ে সংস্থাটি দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী আইনপ্রণেতা ও নিয়ন্ত্রকদের সমালোচনার মুখে রয়েছে।
মেটা জানায়, নতুন পারসোনাল স্পেস বাউন্ডারিজ টুলটি তাদের বিদ্যমান হ্যান্ড হ্যারেশমেন্ট মিজারসের ভিত্তিতে তৈরি করা হয়েছে। অর্থাৎ ভার্চুয়াল প্লাটফর্মে কোনো ব্যবহারকারীর অ্যাভাটার যদি আরেকজনের ব্যক্তিগত জায়গায় প্রবেশ করে তাহলে সেটির হাত অদৃশ্য হয়ে যাবে। এতে বর্তমানে সেফ জোন নামক ফিচার রয়েছে। কোনো ব্যবহারকারী যদি হুমকি আঁচ করেন তাহলে তাদের পাশে বাবল চালু করতে পারবেন।
এক ব্লগপোস্টে মেটা মালিকানাধীন হরিজনের ভাইস প্রেসিডেন্ট ভিভেক শর্মা বলেন, ব্যক্তিগত সীমানা নির্ধারণের টুলটি ব্যবহারকারীদের জন্য আচরণবিধি প্রণয়নে সহায়তা করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে এখনো অনেক কাজ সম্পাদন বাকি রয়েছে। ব্যবহারকারীরা যেন স্বাচ্ছন্দ্যে ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্ম ব্যবহার করতে পারেন সে লক্ষ্যে মেটা সব চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি।
ভবিষ্যতে ব্যবহারকারীরা যেন তাদের পারসোনাল বাউন্ডারির আকার পরিবর্তন করতে পারেন সে রকম ফিচার যুক্ত করতে কাজ করবে। তবে বর্তমানে দুটি ভার্চুয়াল প্লাটফর্মে হাই ফাইভ প্রদানে ব্যবহারকারীদের অ্যাভাটারের হাত সামনের দিকে বাড়াতে হবে বলে প্রতিষ্ঠান থেকে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।