বিনোদন ডেস্ক : নিজের ব্যক্তিগত চিন্তাধারা ও মতাদর্শ নিয়ে বরাবরই স্পষ্টবাদী ইলিয়ানা ডি ক্রুজ। এর আগে বেশ কিছু সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রীকে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইলিয়ানা বলেন, যে তিনি মনে করেন ভালবাসার সঙ্গে শারীরিক সম্পর্কের কোনও সম্পর্ক নেই। আর তাঁর সেই মন্তব্যকে ঘিরেই ওঠে বিতর্কের ঝড়। সেই প্রসঙ্গেই এবার ব্যাখ্যা দিলেন জনপ্রিয় অভিনেত্রী।
আরেক গ্ল্যামার কুইন শিবানী দান্দেকর তাঁকে এক সাক্ষাৎকারে তাঁর এই মন্তব্যের বিষয়ে প্রশ্ন করেন। তাঁর সেই প্রশ্নের উত্তরে ইলিয়ানা বলেন, “আমার মনে হয়, আমার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে।” তিনি বলেন, “আমার মনে হয় যৌ’নতাকে একটা স্বাভাবিক প্রবৃত্তি হিসাবে নেওয়া উচিত। তবে যৌ’নতার সঙ্গে কিছুটা আবেগ থাকাটাও গুরুত্বপূর্ণ। ভালবাসা থাকলে যৌ’নতা খুবই স্বাভাবিক এবং সুন্দর।”
এছাড়াও নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খুল্লামখুল্লা আলোচনা করেন ইলিয়ানা। “এত জনু্প্রিয় তারকা, তোমার পুরুষ অনুরাগী সংখ্যাও তো নেহাত কম নয়?” প্রশ্নের উত্তর দিতে গিয়ে হেসে ফেলেন ইলিয়ানা। তিনি জানান, পুরুষ অনুরাগীদের ফুল, শুভেচ্ছাবার্তা ইত্যাদি পেতে তাঁর সব সময়েই ভাল লাগে। কিন্তু কোনও পুরুষের সঙ্গে কথোপকথন শুরু করতে গেলে তিনি বেশ লজ্জা পান বলে জানান। তিনি বলেন, “প্রেমের ক্ষেত্রে আমি বেশ লাজুক। চট করে কারও সঙ্গে গিয়ে কথা বলতে গেলে সব ঘেঁটে ফেলি।”
ব্যক্তিগত জীবন ছাড়াও কাজের দিক দিয়েও বেশ ব্যস্ত ইলিয়ানা। আপাতত অ্যানিজ বাজমি পরিচালিত ‘পাগলপন্তির প্রচার নিয়ে ব্যস্ত তিনি। আগামী নম্ভেবরে প্রেক্ষাগৃহে আসছে পাগলপন্তি। সেখানে ইলিয়ানার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম, অনিল কাপুর এবং কৃতি খরবান্দাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।