দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার জন্য ভালোবাসার সম্পর্কে ছাড় দেওয়ার মানসিকতা থাকা গুরুত্বপূর্ণ। কেউ কখনো কারও পুরোপুরি মনের মতো হয় না। তাই সত্যিই ছাড় দেওয়া বা আপস করা যায়, এমন বিষয়গুলোতে ছাড় দিলে তা আপনাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে। প্রতিবার আপনার নিজের পছন্দগুলোকেই অগ্রাধিকার না দিয়ে বরং সঙ্গীর দিকটাও ভেবে দেখুন। দু’জনের মতামতের ভিত্তিতে তবেই সিদ্ধান্ত নিন। ভালোবাসায় কেন ছাড় দেবেন? চলুন জেনে নেওয়া যাক-
১. একে অপরের প্রতি শ্রদ্ধা
আপনাদের দুজনেরই যদি ছাড় দেয়ার মানসিকতা থাকে তাহলে তা পারস্পারিক শ্রদ্ধা প্রকাশ করবে। একে অন্যকে বুঝতে পেরে পাশে থাকলে তা সম্পর্ককে গতিশীল করবে। ভালোবাসার সম্পর্কে ছোটখাটো ছাড় দেওয়াই ভালো। এই অভ্যাস বোঝাপড়া এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে। তাই যে বিষয়ে ছাড় দিলেও তেমন কোনো ক্ষতি নেই, সে বিষয়ে ছাড় দিতেই পারেন।
২. দ্বন্দ্ব দূর করে
বেশিরভাগ সম্পর্কে দ্বন্দ্ব তৈরি হয় ছাড় না দেওয়ার মানসিকতা থেকে। যদি ছোট ছোট বিষয়ে ছাড় দিতে শেখেন তাহলে তা সম্পর্ক সুন্দর রাখবে। আপনার এই অভ্যাস সম্পর্কের ভেতরে দ্বন্দ্ব তৈরি হতে দেবে না। এটি আপনাদের ভেতরে সংঘর্ষ কিংবা তর্কের বদলে ভালোবাসা তৈরি করবে। সমঝোতা থাকলে মতবিরোধও কম হবে। ভালোবেসে পাশে থাকা সহজ হবে।
৩. সঙ্গীর অনুভূতি তৈরি করে
ছাড় দেওয়ার মানসিকতা সম্পর্কের নমনীয়তা বাড়িয়ে দেয়। ছাড় দেওয়ার মাধ্যমে একে অপরের চাহিদা এবং আকাঙ্ক্ষাকে মূল্য দেওয়া হয়। যা দু’জনের মধ্যে সাহচর্য এবং দুর্দান্ত বন্ধন তৈরি করে। এতে আপনার সঙ্গীর আপনার প্রতি ভালোবাসার অনুভূতি আরও বেড়ে যাবে। তবে ছাড় দেওয়ার আগে আপনাকে ছাড় এবং প্রশ্রয়ের ভেতরে পার্থক্য বুঝে নিতে হবে।
৪. পারস্পরিক বিশ্বাস
ছাড় দেওয়ার অভ্যাস সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। কেউ একজন ভালোবেসে ছাড় দিচ্ছেন তার মানে হলো তিনি সম্পর্কটি এগিয়ে নিতে চাইছেন। এটি দু’জনের মধ্যে একটি বিশ্বস্ত সম্পর্ক গড়ে তোলে। তবে কিছু বিষয় আছে যেগুলোতে ছাড় দিলে আপনার অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে যাবে। সেক্ষেত্রে ভেবে দেখার অবকাশ রয়েছে।
৫. সম্পর্ককে টিকিয়ে রাখে
পারস্পরিক সমর্থন এবং ছাড় দেওয়ার অভ্যাস স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করতে সাহায্য করে। ছাড় দেওয়ার মানসিকতা স্বতন্ত্র পছন্দের চেয়ে একে অপরের চাহিদাকে অগ্রাধিকার দেয়। একে অপরের চাহিদা বোঝার ক্ষমতার ওপর নির্ভর করে সম্পর্কের স্থায়িত্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।