Advertisement
জুমবাংলা ডেস্ক : আগামী ২২ ডিসেম্বর থেকে ঠিকাদারদের বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মেয়র বলেন, ভালোবাসার দিন শেষ, এখন শুধু জরিমানা।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ধুলাবালুমুক্ত পরিচ্ছন্ন মহানগরী নিশ্চিত করার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, পরিবেশ দূষণ রোধে এ অভিযান পরিচালনা করা হবে। শুরুতে সিটি করপোরেশনের ঠিকাদারদের বিরুদ্ধে অভিযান চলবে। অনিয়মকারীদের প্রথমে জরিমানা করে সতর্ক করা হবে। সতর্ক না হলে পরে তাদের ব্ল্যাকলিস্টেড করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।