পিতা হিসেবে ততোটা ভালো নই আমি : যীশু

যীশু

যীশু

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। তবে এখন বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করছেন। অভিনেতা হিসেবে সুনাম কুড়ালেও, বাবা হিসেবে নাকি ততোটা ভালো নন যীশু। এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।

ব্যক্তিগত জীবনে ২০০৪ সালে নীলাঞ্জনা শর্মাকে বিয়ে করেছেন যীশু। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান সারা ও জারা। পর্দায় দায়িত্বশীল বাবার চরিত্রে অভিনয় করলেও বাস্তবে নাকি একেবারেই উল্টো। বাবা হিসেবে পরিবারের জন্য সঠিক দায়িত্ব নাকি পালন করতে পারেন না।

রেকর্ড গড়ার পাশাপাশি ১০ কোটি টাকা পেলেন উর্বশী

যীশুর পরবর্তী সিনেমা ‘বাবা বেবি ও’। সিনেমায় বাবা চরিত্রে দেখা যাবে তাকে। এই সিনেমার গান প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেতা। সেখানেই যীশু জানান, স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের বকা না খেলে তিনি বাবা হতে পারতেন না। সারা জন্মানোর পর দেখাশোনা করতে গিয়ে স্ত্রীর কাছে প্রচুর বকা খেয়েছেন তিনি। তবে ছোট মেয়ে জারার জন্মের পর তেমন কোনো সমস্যা হয়নি। কারণ সারার সময়েই বেশিরভাগ কাজ শিখে গিয়েছিলেন।

‘বাবা বেবি ও’ আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সোলাঙ্কি রায়। বড়পর্দায় এবারই প্রথম দেখা যাবে তাকে।