আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরান একটি ভালো ও স্থিতিশীল সমঝোতার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে। মঙ্গলবার রাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি’র সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন। খবর পার্সটুডে’র।
তিনি আবারও ইরানের রেড লাইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনায় সংলাপে গঠনমূলক ভূমিকার জন্য ইরানের প্রশংসা করে বলেন, সব পক্ষের উচিৎ সমঝোতার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো।
এর আগে সোমবার রাতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরাকি পররাষ্ট্রমন্ত্রীকেও তিনি ভালো সমঝোতায় পৌঁছার বিষয়ে তার দেশের আন্তরিকতার কথা জানান এবং আমেরিকাকে কাজে সদিচ্ছার প্রমাণ দেওয়ার আহ্বান জানান।
ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে গত ফেব্রুয়ারি থেকে ভিয়েনায় আবারও আলোচনা শুরু হয়েছে। ইরান বলেছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
২০১৫ সালে চীন, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের স্বাক্ষরিত ওই পরমাণু সমঝোতার আনুষ্ঠানিক নাম জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ)। মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীতে ঐ চুক্তি থেকে বেরিয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।