আন্তর্জাতিক ডেস্ক: কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের দিল্লির রাস্তাঘাট। শহরজুড়ে দেখা দেয়া তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন।
চলতি বর্ষা মৌসুমে ভারতজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। ২৪ ঘণ্টায় দিল্লিতে এ মৌসুমের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যার পরিমাণ ১শ ৩৮ মিলিমিটারের বেশি।
শুক্রবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে দিল্লি ও এর আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও কোথাও কোমরপানি জমে যায়। এতে গণপরিবহন ব্যবস্থা যেমন ভেঙে পড়ে, সাধারণ মানুষও পড়েন চরম ভোগান্তিতে। পানিতে রেললাইন ডুবে যাওয়ায় বেশ কয়েকটি ট্রেন যাত্রা বাতিল করা হয়।
শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তাঘাটের জলাবদ্ধতার হালনাগাদ খবর দিচ্ছে দিল্লি ট্রাফিক পুলিশ। জলাবদ্ধতা বেশি থাকায় দিল্লির বাসিন্দাদের মিন্টো রোড ও আজাদ মার্কেটের রাস্তা এড়িয়ে যাবার পরামর্শ দেন তারা।
এদিকে আবহাওয়া অফিস শনিবারের জন্য অরেন্ঞ্জ এলার্ট, রোববারের জন্য ইয়েলো এলার্ট জারি করে শহরজুড়ে। এছাড়াও ২৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত থাকবে গ্রিন এলার্ট। চলমান পরিস্থিতি আরও কয়েকদিন অব্যহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



