Advertisement
চট্টগ্রাম প্রতিনিধি: দ্বিতীয় দফায় ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশে কক্সবাজারের ক্যাম্প ছেড়েছেন।
আজ (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে রওনা হন। এর আগে তাদেরকে কক্সবাজার ক্যাম্প থেকে চট্টগ্রামে আনা হয়েছিল।
গত ৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে পৌঁছেছিল।
২০১৭ সালের অগাস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ওই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লক্ষ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার।
আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।