Advertisement
জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ সাত রোহিঙ্গাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উড়িরচর এলাকা থেকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. সেলিম, জিয়াউর রহমান, মো. আমীর, শারমিন, লায়লা, তাসলিমা ও তছমিন আরা।
উড়িরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে তিনজন শিশু, দুজন কিশোর ও দুজন কিশোরী রয়েছে। ভাসানচর থেকে পালিয়ে এসে সন্দ্বীপে অবস্থান করছিল তারা। তাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।