Advertisement
সন্দ্বীপ প্রতিনিধি: ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে নারী ও শিশুসহ ১৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে স্থানীয়রা।
আজ (৩০ মে) ভোর সাড়ে ৪টার সময় মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার ১নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন উপকূল থেকে তাদের আটক করা হয়।
পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে আলাপ করে জানা গেছে, দালালের মাধ্যমে শনিবার সন্ধ্যায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকা দিয়ে সন্দ্বীপ উপকূলে আসে আটক রোহিঙ্গারা। তারা সন্দ্বীপ হয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ভাসানচর থেকে পালিয়ে এসেছে।
আটক রোহিঙ্গাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান গ্রাম পুলিশের হেফাজতে রেখে পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।
সন্দ্বীপ থানার ওসি বশির আহাম্মদ খান জানান, আটক রোহিঙ্গাদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।