জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে যারা অপরাজনীতি করছে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। এদেশে বাস করে দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে।
রোববার বিকালে ফরিদপুরের বোয়ালমারীতে যুবলীগের আয়োজনে জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী এসব কথা বলেন।
বোয়ালমারীর রূপাপাত বামনচন্দ্র স্কুল মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, যুবলীগের সদস্য চৈতী বিশ্বাস প্রমুখ।
শাহজাহান খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



