জুমবাংলা ডেস্ক: পুরান ঢাকার বংশালে রিকশাওয়ালাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার সুলতান আহমেদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার (৫ মে) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
ভিকটিম রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন বংশাল থানার উপ-পরিদর্শক মো. আলী রেজা মামুন। এসময় আসামি পক্ষ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পিআর বিভাগ জানায়, আশেপাশের এলাকায় অজ্ঞাতনামা ভিকটিম রিকশাওয়ালাকে খোঁজ করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকেওও রিকশাওয়ালাকে খোঁজ করা হয় কিন্তু পাওয়া যায়নি। ভিকটিমের সন্ধান না পাওয়ায় আসামীকে ৫৪ ধারায় গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৫ রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের শুনানি শেষে আসামীর জামিন নামঞ্জুর করে তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরনের আদেশ দেন। আসামীর জামিন শুনানির পরবর্তী তারিখ ২৩ মে ধার্য আছে। অর্থাৎ গ্রেফতারকালীন সময় হতে পরবর্তী শুনানি পর্যন্ত অভিযুক্ত মোঃ সুলতান আহম্মেদকে ১৯ দিন কারাগারেই থাকতে হচ্ছে।
অজ্ঞাতনামা ভিকটিমের খোঁজ পাওয়া গেলে তার অভিযোগ অনুসারে পরবর্তী সময়ে আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুরো বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে আনায় ফেসবুক ব্যবহারকারীগণকে সাধুবাদ জানিয়েছে ডিএমপি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ‘সামাজিক মাধ্যমের ঋনাত্মক ব্যবহারের প্রভাব থেকে বের হয়ে এভাবেই ধনাত্মক বলয় তৈরি করে আগামীতে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আমরা সকলে মিলে কাজ করতে পারবো বলে বিশ্বাস করি।’
স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ ও ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, আসামী সুলতান আহম্মেদ কাজী আলাউদ্দিন চৌরাস্তায় (সাবেক সোহাগ কনফেকশনারী বর্তমানে ঢাকা কনফেকশনারীর সামনে চৌরাস্তায়) গতকাল বেলা অনুমান ১টা ৩৫ মিনিটে অজ্ঞাতনামা এক রিকশাওয়ালাকে মারধর করেছেন। মারধরের কারণে রিকশাচালক রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে রিকশায় উঠিয়ে দিলে তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


