বিনোদন ডেস্ক : বিয়ের পর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বদল এনেছেন ভিকি কৌশল। টুইটার হ্যান্ডেলে ক্যাটরিনার কাইফের আবেদনময়ী ছবি দিয়েছে। বিয়ের সাজে ক্যাটরিনার আদুরে ছবি নজর কেড়েছে নেটিজেনদের। ভক্ত-অনুরাগীরা লাইক-কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়েছেন।
বলিউড বাবল ও পিঙ্কভিলার বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ঘি রঙের শাড়িতে নববধূর সাজে ক্যাটরিনাকে মোহনীয় লাগছে। আর ভিকি কৌশলের গায়ে মানিয়েছে একই রঙের শেরওয়ানি। নতুব বউয়ের কপালে ভালোবাসার চিহ্ন একে দিয়েছেন ভিকি।
ছবি নিচে ভিকি ক্যাপশন দিয়েছেন, ভালোবাসা, মর্যাদা ও স্বপ্ন।
এদিকে ক্যাটরিনা কাইফও তার ইনস্টাগ্রামের ছবি পরিবর্তন করেছেন। সেখানে বিয়ের আরেকটি ছবি দিয়েছেন বলিউড সেনসেশন। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
৯ ডিসেম্বর বিয়ের পর পরিবার ও ঘনিষ্টদের সঙ্গে আনুষ্ঠাকিতায় সময় কাটছে ভিকি-ক্যাট। এসব শেষে হবে সংবর্ধনা। এতে দুজনের বন্ধু, সহকর্মীদের দাওয়াত করা হবে।
এরপর মধুচন্দ্রিমায় বের হবেন ক্যাট-ভিকি। বিয়ের পর জুহুতে একটি অ্যাপার্টমেন্টে উঠেছেন তারা। যেখানে তাদের প্রতিবেশি বিরাট-আনুশকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।