
জুমবাংলা ডেস্ক : ভিক্ষা করে বাড়ি ফেরা হলো না হতভাগ্য অজিফুল বেগমের। তিনি শুক্রবার ভিক্ষে করে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার পোড়াগড় ব্রিজের পাশে। এ ঘটনায় তার মেয়ে আহেদা বেগম ও নাতি সোহেল আর শাহিনসহ আশপাশের লোকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত বৃদ্ধা এলাকার আহাজ উদ্দিনের স্ত্রী।
প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অজিফুল বেগম সারাদিন ভিক্ষে করে মেয়ের বাড়িতে থাকেন। আজ দুপুরে ভিক্ষে করে বাড়ি ফেরার পথে ব্রিজের পাশে এলে ঢাকা থেকে ছেড়ে আসা নেহাল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মাথাসহ শরীর থেতলে যায়। আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস তিনি বলেন, এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


