ভিডিও এডিটিং একটি সৃজনশীল কাজ। আমরা যারা মুভি দেখতে পছন্দ করি, সবাই জানি এডিটিং একটি ভিডিওকে সুন্দর করে তোলে। এর মাধ্যমে এডিটর একটি ভিডিও ফুটেজকে সাজিয়ে পরিপূর্ণ গল্পে ফুটিয়ে তোলে। যেখানে ভিডিওর টাইটেল, গ্রাফিক্স, কালার কারেকশন, সাউন্ড মিক্সিং, ইফেক্টসহ সব ধরনের কাজ করে পূর্ণ রূপ দেওয়া হয়। সহজ কথায়, ভিডিও এডিটিং হচ্ছে গল্পের প্রয়োজনে ধারণ করা ভিডিও ফুটেজ সম্পাদন করে পূর্ণাঙ্গ গল্পে পরিণত করা।
ভিডিও এডিটিংয়ের ভবিষ্যৎ কী
ক্যারিয়ার নিয়ে চিন্তা করে সময় অপচয় না করে, এখনই শিখুন ভিডিও এডিটিং। ক্যারিয়ার হিসেবে এই সেক্টরটি বর্তমানে ব্যাপক জনপ্রিয় ও যুগোপযোগী এবং যথেষ্ট সম্ভাবনাময়। আপনি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারলে কাজ পাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না।
আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়, ব্যবসা বাণিজ্যের পালে লেগেছে ডিজিটাল মার্কেটিংয়ের হাওয়া। অনলাইনে পণ্যের বিজ্ঞাপন, মুভি, নাটক, টিভি অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়াসহ আরও অনেক প্ল্যাটফর্মে ভিডিও এডিটিংয়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কারণ দেশের ডিজিটাল মিডিয়ায় দক্ষ ভিডিও এডিটরের চাহিদা দিন দিন বাড়ছেই। ভিডিও এডিটিংয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি শুরুর দিকে ১৫ থেকে ৩০ হাজার টাকা বেতন পাবেন, তবে পারফর্ম্যান্সের ওপর নির্ভর করে ধীরে ধীরে বেতন বাড়তে থাকবে। এ ছাড়া অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানেও ভিডিও এডিটিংয়ে দক্ষতা থাকলে ভালো কিছু করতে পারবেন।
কীভাবে শিখবেন
ভিডিও এডিটিং ঘরে বসেই শেখা সম্ভব। তবে এটা সময়সাপেক্ষ। অনেকে অনলাইন কোর্স কিনে শিখে থাকেন। সময়-সুযোগ থাকলে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকেই শেখা ভালো। আবার দক্ষ ভিডিও এডিটরের কাছ থেকেও শিখতে পারেন। এতে খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো সহজে বুঝতে পারবেন।
কোথায় কোর্স করবেন
দেশে ভিডিও এডিটিং কোর্স করার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান আছে। যেমন-পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (DIPTI), বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (BIJEM) ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।