যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে আগ্রহী তাদের উচিত এমন সফটওয়্যার নিয়ে কাজ করা যেখানে শুরু করা বেশ সহজ এবং দাম হাতের নাগালের মধ্যে থাকবে। অনেক সফটওয়্যার আছে যেখানে অপশনগুলি অনেক জটিলভাবে সাজানো এবং পূর্ব অভিজ্ঞতা না থাকলে সামনে এগিয়ে যাওয়া কষ্টকর। আজকের আর্টিকেলে ২০২৩ সালের সেরা পাঁচটি ভিডিও এডিটিং সফটওয়্যার টুলস নিয়ে আলোচনা করা হবে।
Adobe Premiere Elements
এ সফটওয়্যারটি উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমে সাপোর্ট করবে। এটির মূল্য নিরানব্বই মার্কিন ডলার। আপনার আগে থেকে কোন ধারণা না থাকলেও এ সফটওয়্যার এ কাজ শুরু করতে পারবেন। যারা পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করে না তাদের জন্য এ প্রোগ্রামটি বেশ উপযুক্ত। অটোমেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেমপ্লেট, অডিও ট্র্যাক লাইব্রেরি ইত্যাদি ফিচার এখানে পেয়ে যাবেন।
Adobe Premiere Pro
উইন্ডোজ প্ল্যাটফর্মে আপনি এটি ব্যবহার করতে পারবেন। এখানে কাজ করার আগে কিছুটা পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এখানে বেশ কিছু টিউটোরিয়াল দেওয়া আছে যা আপনাকে শুরু করতে সহায়তা করবে। ভিডিও এডিটিং এ অনেক সৃজনশীলতার সহিত কাজ করার ক্ষেত্রে প্রোগ্রামটি আপনাকে সহায়তা করবে। যেকোন ভিডিও ফরম্যাট ব্যবহার করা যাবে এ সফটওয়্যার এর মাধ্যমে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড অনেক টুলস রয়েছে। অটোমেটিক ক্যাপশন, মোশন এফেক্ট, সাউন্ড এফেক্ট ইত্যাদি ফিচার এখানে রয়েছে।
Animaker
ক্রিয়েটিভ অ্যানিমেশন, ইজি টু ইউস ইন্টারফেজ, লাইভ একশন ভিডিও, স্টক ইমেজ ইত্যাদি ফিচার এখানে পেয়ে যাবেন। প্রত্যেক মাসে ১০ ডলার করে খরচ করতে হবে এ সফটওয়্যার এর জন্য। যারা শুরু থেকে ভিডিও এডিটিং শুরু করতে চান তাদের জন্য এ প্রোগ্রামটি ভালোভাবে ডিজাইন করা হয়েছে।
Clipchamp
স্ক্রিন রেকর্ডার, ক্যামেরা রেকর্ডার, ভিডিও অডিও ইমেজ লাইব্রেরি, টেমপ্লেট ইত্যাদি ফিচার এখানে পেয়ে যাবেন। ব্রাইজারের মাধ্যমে এ সফটওয়্যারকে ব্যবহার করার সুযোগ রয়েছে। অ্যাডভান্সড লেভেল এর এডিটিং ফিচার আপনি এখানে পেয়ে যাবেন। সহজ পদ্ধতিতে ভিডিও এডিটিং করা সম্ভব এ প্রোগ্রামের মাধ্যমে।
DaVinci Resolve
কালার কারেকশন, টুডি থ্রিডি এফেক্ট, অ্যানিমেশন, অডিও এডিটর, অডিও রেকর্ডিং, এফেক্ট লাইব্রেরী, ফলি সাউন্ড ইত্যাদি ফিচার এ সফটওয়্যার এ আপনি পেয়ে যাবেন। হলিউড সিনেমায় যারা ভিডিও এডিটিং এর কাজ করেন তাদের অনেকেই এ প্রোগ্রামটি ব্যবহার করে থাকেন। পোস্ট প্রডাকশন টুল হিসেবে সফটওয়্যারের বেশ জনপ্রিয়তা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।