জুমবাংলা ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসা থেকে শপথ নিয়েছেন। খবর ইউএনবি’র।
শনিবার বিকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নিজ বাসবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের শপথবাক্য পাঠ করান। আর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর তার অফিস থেকে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ১৮ বিচারপতিকে স্থায়ী নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে এ নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ বিচারপতিদের শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
স্থায়ী হওয়া ১৮ বিচারপতি হলেন- মো. আবু আহমেদ জমাদার, এএসএম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এসএম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এসএম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কেএম হাফিজুল আলম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।