Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ভিডিও বার্তায় ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরলেন প্রভা
বিনোদন ডেস্ক
বিনোদন

ভিডিও বার্তায় ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরলেন প্রভা

বিনোদন ডেস্কEsrat Jahan IsfaDecember 4, 20256 Mins Read
Advertisement

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এই অভিনেত্রী জুয়ার ওয়েবসাইটের সঙ্গে জড়িয়ে যাওয়ার ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেছেন নিজেই। সোমবার (২ ডিসেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেন প্রভা।

ভিডিও বার্তায় প্রভা

স্ট্যাটাসে প্রভা বলেন, আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। এটা টোটালি ইট ওয়াজ মিসআন্ডারস্ট্যান্ডিং এবং আমি কেন যেন এটা নিয়ে কখনো সিরিয়াসলি বা সিনসিয়ারলি। আপনাদের সঙ্গে এসে আমার যেই এক্সপেরিয়েন্সটা একটা ব্যাড এক্সপেরিয়েন্স শেয়ার করিনি এবং যেটার জন্য আমার আসলে প্রতিনিয়ত এই প্রবলেমটা মানে ফেস করতে হচ্ছে। সেটা হচ্ছে লাস্ট রোজার মাসে একটা কম্পানি আমার সঙ্গে যোগাযোগ করেছিল। এই টাইপের কিছু কম্পানি এরা যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে বা আমার যে এক্সপেরিয়েন্সটা সেটা হচ্ছে ওরা প্রথমে ক্লিয়ারকাট কথাবার্তা বলে না।

আমাকে বলা হয়েছিল যে গেমিং ওয়েবসাইট যেটাতে আমি একদমই পরিচিত না। আমি এমনিতেও মানে ফোন টোনে গেমস খেলি না, গেম সাইট সম্পর্কে জানি না। শুনেছি এটা আছে দ্যাটস ইট, আমার একদমই এটার ব্যাপারে আইডিয়া নেই তো আমাকে বলা হয়েছিল।

প্রভা ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘একটা গেমিং ওয়েবসাইট মাঝে মাঝে টি-২০ দেখায় এই টাইপের অনেক সেলিব্রেটিরা এটার জন্য ক্যাম্পেইন করে দেয়।
অনেক টিভিসি আমাকে মানে ওবিসি আমাকে দেখালো। তো দেখানোর পরে আমি ওদের কাছে বারবার জানতে চেয়েছিলাম। এই সাইটটা ওরা কিসের কাজ করবে—তখন বলল আপু শুধুমাত্র যে টি টুয়েন্টি সময় খেলা হয় না ওই খেলাগুলো দেখায়। বিভিন্ন টাইপের গেম দেখায়। একটাবারের জন্য ওরা আমার সঙ্গে ক্লিয়ার ছিল না।’
প্রভা ভিডিও বার্তায় বলেন, আমি যেদিন ওদের সঙ্গে কন্ট্রাক্টটা সাইন করব। ডিএইচএসই ওদের একটা অফিসে সেখানে আমি গেলাম এগ্রিমেন্টটা সাইন করতে এবং আমাকে বলা হলো যে আপু একটা ছোট্ট বাইট দিয়ে দেন। বাইট ছোট্ট একটা বাইট আর ওবিসি দুইটা কিন্তু দুই জিনিস। তো আমি যেহেতু আমি এগ্রিমেন্টটা সাইন করেছি এবং একটা টোকেন মানিও আমি নিয়েছিলাম এবং দেওয়ার পরে আমি একটা ছোট্ট বাইট দিয়েছি যে আমি এই সাইটটার সঙ্গে আছি।

প্রভা বলেন, এই গেমিং সাইটটার সঙ্গে আছি। তারপরে আমি তো আর জানতাম না যে এটা যে একটা বেটিং ওয়েবসাইট হচ ইজ ভেরি রং থিং এন্ড ইললিগাল। রাইট? আমি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন যখন আমাকে বলল যেটা নেগেটিভ এটা কাজ করছেন। তখন আমি ওদের সঙ্গে পরবর্তীতে আবার যোগাযোগ করলাম। আপনারা আমাকে এই জিনিসটা কেন ক্লিয়ার করেননি, যে এটা একটা জুয়ার প্রমোশন। আমাকে বলল ম্যাডাম আপনি বোধ তাহলে বেটিং ওয়েবসাইটের মানে জানেন না। তো আমি তখন ওদেরকে বললাম বেটিং ওয়েবসাইটের মানেই জানি না ডেফিনেটলি। এই ব্যাপারে আমি খুবই অশিক্ষিত। আমি তো আপনাদেরকে বারবার জিজ্ঞেস করেছিলাম এটা কিসের কি টাইপের গেম। এরকমও হয়েছে যে আমি হাসতে হাসতে জিজ্ঞেস করি ভাই কোন জুয়াটুয়া না তো? কারণ ওরা আমাকে একটা নমুনা দেখিয়েছিল যেটার যেই পরবর্তীতে যেই শুটিংটা হওয়ার কথা ছিল সেই শুটিংটার জন্য যখন কস্টিউম দেখাচ্ছে। ওই সময় দুই একটা আমাকে এরকম কয়েকটা ওবিসি দেখাচ্ছে, বাইরের তো আমি যখন বলছিলাম এগুলো তো সব জুয়ার প্রমোশন।

প্রভা বলেন, ‘তখন ওরা বলছে ওইটা তো বাইরের দেশেরটা আমাদেরটা গেমের তো আমাকে কোন একটা বুং ভাজুং বোঝানোর চেষ্টা করা হয়েছিল। থ্যাঙ্ক টু ইউ গাইস থ্যাংকস টু ইউ গাইস যে আপনারা আমাকে ওখানে লিখছিলেন যে শেষমেষ এইটার প্রমোশন করছেন। তো তখন গিয়ে আমার যখন টনক নড়লো এবং সাথে সাথেই আমি ওদের সাথে যোগাযোগ করলাম। ওরা আমাকে অনেক রকমের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল। বাট অলরেডি আমি এজ মানে এজ ব্র্যান্ড হিসেবে আমি যখন অলরেডি মানে আমি বলে ফেলেছি এটা তো একটা অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলেছে।’

ভিডিওতে তিনি বলেন, আমি আরটি সিকিউরিটির সাথেও যোগাযোগ করেছি। আমি এরকম একটা ট্র্যাপের মধ্যে পড়তে চেয়েছিলাম এবং যেই লোকটা কাজ এনেছিল সেই লোক টা ছিল একটা সিনেমাটো মানে ও ক্যামেরা ম্যান। আর কি তো ওকে আমি অনেক টেক্সট করেছি এখন পর্যন্ত স্ক্রিনশট আছে ওদের সাথে আমার কনভার্সেশনের। শেষমেষ আমাকে এরকম একটা প্রবলেমের মধ্যে কেমন করে ফেললা। তুমি যখন জানতা যে এই জিনিসটা ইললিগাল এবং পরবর্তীতে আমি সেই কাজটা অবশ্যই করিনি নাও প্রবলেম এই ব্যাপারটা আমার কাছে অনেকে যখন জানতে চায়। তখন আমি বারবার বলি যে আমি বেটিং ওয়েবসাইটের মানে জানতাম না।’

প্রভা ওয়েবসাইট বিষয়ে বলেন, ‘আমি করতে গিয়েছিলাম এরকম একটা কাজ একটা প্রমোশন করতে গিয়েছিলাম বাট করিনি। তো তখন আমি ভেবেছি যে মানুষ অলরেডি ক্লিয়ার বাট বেশ কিছুদিন ধরে আমার কাছে এইরকম কাজের কিছু এবং সেইম ভাবে যে না না এটা একটা গেমিং। আপনি যে একটা কাজ করেছেন আমি অতদিনে আমি তো জানি। আমি তো এই কাজটা আমি শুরুতেই আমি এটাকে স্থগিত করে দিয়েছিলাম। বিকজ আমি জানতে পেরেছি যে এটাকে বলে বেটিং ওয়েবসাইট। নেভার। তো আমার মনে হয় আপনাদের কাছে আমি এই ব্যাপারটুকুতে আই এম সরি যে আমাকে আরেকটু ইনফরমেশন নেয়া উচিত ছিল। হোয়াট ইজ বেটিং ওয়েবসাইট বাট ট্রাস্ট মি ওরা যখন আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল। যখন ওদের ওয়েবসাইটের ব্যাপারে বলার চেষ্টা করছিল। যেহেতু আমাদের বিশেষ করে মেয়েদের তো আসলে গেমস টেমস এগুলো আসলে ওদের মানে সাবজেক্ট না।’

তিনি বলেন, ম্যাক্সিমাম পারসনের রেসপেক্ট বাট যেহেতু আমাকে বলা হচ্ছিল আমি ভেবেছিলাম, যে ওকে মেবি কোনো একটা ওয়েবসাইটের বেটিং ওয়েবসাইটটা যে একটা এটা যে একচুয়ালি জুয়ার প্রমোশন সেটা তো আমি জানতাম না। আমাকে কেমিং এবং এখন পর্যন্ত যেই কলগুলো ফোন কলগুলো আসে প্রত্যেকেই সেইম ক্যাটাগরির কিছু জিনিস শেয়ার করতে চায়। যেহেতু আমার অলরেডি একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি ওদেরকে প্রমোশনটা করে দিয়েছিলাম। আমি ওদের প্রমোশন করিনি আমি শুধুমাত্র ছোট্ট একটা বাইট দিয়েছি। আমি আসছি এবং আমি খেয়াল করেছি যে দেখবেন যে আমার লিপসিংটা মিলে না। অন্য আরেকটা কোম্পানির নাম বলে, অন্য আরেকটা ওয়েবসাইটের নাম বলে।

প্রভা বলেন, ‘যেটার সাথে খেয়াল করে দেখবেন যে ওইটার লিপসিং এর সাথে আমার কথা মিলছে না। প্লিজ খেয়াল করে দেখবেন আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করবো না। কোনো বেটিং ওয়েবসাইটের প্রমোশন করবো না। ইনফ্যাক্ট আমি কোন গেমিং টেমিং এর প্রমোশন মানে আমি এত ভয় পেয়েছি। আমি এগুলো কিছুই করবো না। দিস ইস টোটালি ইললিগাল। আমার একদম ধারণা ছিল না। ওরা আমাকে সঠিক ইনফরমেশন দেয়নি। এবং আমি জানার সাথে সাথে আমি ওদেরকে আমি লিটারালি বলছি আল টক টু মাই লয়ার সো দট আপনারা আমাকে এরকম একটা জিনিস আমাকে হাইড করে আপনারা এটার প্রমোশনটা করতে চেয়েছিলেন।’

প্রভা বলেন, থ্যাংক গড আমি অডিয়েন্সের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এটা একটা জুয়ার প্রমোশন এবং সাথে সাথে জিনিসটা আমি স্থগিত করেছি এবং পরবর্তীতে আমাকে কখনো কেউ এই টাইপের কোন প্রমোশনের ব্যাপারে বলবেন না। এটা গুরুতর অপরাধ এবং সবচেয়ে বড় অপরাধ ছিল আমাকে সঠিক ইনফরমেশনটা না দিয়ে আমাকে এরকম একটা কাজে করতে করানোর চেষ্টা যেটা আমি আল্টিমেটলি করিনি। আই হোপ এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। আমার ব্যাপারে একটু ইনফরমেশনটা পাবেন। আমি কোনো জুয়ার প্রমোশন করি নাই। আমাকে করতে বলা হয়েছিল। বেশ ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টও দেয়ার কথা বলা হয়েছিল এবং বিভিন্ন কিছু সেলিব্রিটিদের কথাও বলা হয়েছিল।

প্রভা আরো বলেন, ‘এক্সাম্পল হিসেবে যে উনারা করেছেন। বাট যখন আমি জানতে এটার মানে এটা তখন আমি সাথে সাথে এটা স্থগিত করেছি। নো ম্যাটার আমাকে কত টাকা পেমেন্ট ওরা করবে কত হ্যান্ডসাম অমাউন্ট আমাকে পে করবে। নো আমি এরকম ইললিগাল কিছু করবো না এন্ড আই হোপ আপনাদের কাছে একটু হলেও আমি ক্লিয়ার হতে পেরেছি। সাংবাদিকরা আপনারা তো আসলে আপনারা আমার কোন ইনফরমেশনটা আপনাদের বিভিন্ন সাইটে আপনারা প্রমোট করতে পারেন।’

ট্যাক্স ছাড়াই প্রবাসীরা কয়টি মোবাইল আনতে পারবেন, সর্বোচ্চ কতদিন ব্যবহার করতে পারবে?

স্ট্যাটাসের শেষ অংশে তিনি লেখেন, সো প্লিজ এই যে আমি এই ইনফরমেশনগুলো দিয়েছি এই ইনফরমেশনগুলো সঠিকভাবে আমি করিনি আমি এরকম কাজটা কখনো করবো না। আমি এই টাইপের কোন জুয়ার প্রমোশন বা বেটিং ওয়েবসাইটের প্রমোশন কখনো করিনি এবং ভবিষ্যতেও করবো না। ইনফরমেশনটা সুন্দরভাবে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অভিজ্ঞতা তুলে ধরলেন প্রভা বার্তায় বিনোদন ভ’য়ং’ক’র ভিডিও ভিডিও বার্তায় প্রভা
Related Posts
Priyanka

প্রিয়াংকার সঙ্গে রসায়ন, যা বললেন কৌশিক

December 26, 2025
Girls

নতুন করে কার প্রেমে মজেছেন বিলগেটস কন্যা

December 26, 2025
নিষিদ্ধ সিনেমা

বিশ্বের সেরা ৯ নিষিদ্ধ সিনেমা

December 26, 2025
Latest News
Priyanka

প্রিয়াংকার সঙ্গে রসায়ন, যা বললেন কৌশিক

Girls

নতুন করে কার প্রেমে মজেছেন বিলগেটস কন্যা

নিষিদ্ধ সিনেমা

বিশ্বের সেরা ৯ নিষিদ্ধ সিনেমা

shubhashree

আমি এতটাই বিস্মিত যে, কী বলব বুঝে উঠতে পারছি না : শুভশ্রী

অভিনেত্রীর মরদেহ

অভিনেত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

অভিনেত্রী

৭ বছরের ছোট ছেলে দ্বারা অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী

Madhuri

মাধুরীকেও চেহারার গড়ন নিয়ে কটু মন্তব্য শুনতে হয়েছিল!

অভিনেত্রীর মরদেহ

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

ফেসবুকে নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ

নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ ফেসবুকে, যা জানাল পরিবার

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ

বড়দিনে জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.