ভিনিসিয়ুসের সৌদি যাওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন রিয়াল কোচ

ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়র সৌদি আরব চলে যাবেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েক সপ্তাহ আগে থেকেই। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন করা হয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে।

ভিনিসিয়ুস

গতকাল শুক্রবারও একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন আনচেলত্তি। এবার ইতালিয়ান মাস্টারমাইন্ড স্রেফ জানিয়ে দিয়েছেন, চলমান গুঞ্জন নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না তিনি।

আনচেলত্তি বলেন, ‘আমি এই বিষয়ে (কথা বলতে বলতে) ক্লান্ত। তবে চিন্তিত নই। (ক্লাবে) তাকে খুশি দেখছি এবং আমরাও তার সঙ্গে খুশি। এক সপ্তাহ আগে যা বলেছিলাম, এর বাইরে আর কিছু যোগ করার নেই। এটি এমন বিষয় নয়, যা আমরা এখানে আলোচনা করি। সেও (ভিনি) এটি নিয়ে আলোচনা করে না।’

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি প্রো লিগ গত গ্রীষ্ম থেকেই ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে ব্রাজিলিয়ানকে নিতেও প্রস্তুত তারা।

রিয়ালে সপ্তম মৌসুম খেলছেন ভিনিসিয়ুস। গত মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের ম্যা জয়ের পর ব্রাজিলিয়ান তারকা ইঙ্গিত দেন, ২০২৭ সালে চলমান চুক্তি মেয়াদ ফুরিয়ে গেলেও নতুন করে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি করবেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘আমি যা বলতে পারি তা হলো, আমি এখানে যা দেখি, সে খুশি, ভালো কিছু করতে উত্সাহী। ক্লাবের সঙ্গে ইতিহাস গড়তে চায়। আমি আগের মতোই ভিনিসিয়ুসকে দেখছি, অনেক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে খেলতে চাইছে সে।’

একটি সূত্র ইএসপিএন-কে জানিয়েছে, ভিনিসিয়ুসের এজেন্টরা রিয়ালকে জানিয়েছেন, ২০২৭ সালের পর ব্রাজিলিয়ানকে রাখতে হলে অবশ্যই পারিশ্রমিক বাড়াতে হবে।

সূত্র জানায়, কিলিয়ান এমবাপের চেয়েও বেশি পারিশ্রমিক দাবি করেছেন ভিনিসিয়ুস। বর্তমানে ক্লাবের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড় এমবাপে। তবে ভিনিসিয়ুসেরও আর্থিক সুবিধা বাড়াচ্ছে রিয়াল। গত ডিসেম্বর ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জয়ের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বড় অংকের বোনাস দিয়েছে তারা।

রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা জিতেছেন ভিনিসিয়ুস। ২০২৪ ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির পর দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।

সর্বশেষ গত মঙ্গলবার ম্যানসিটির বিপক্ষে গোল করতে না পারলেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ২৪ বছর বয়সী ভিনিসিয়ুস। ইতিহাদ স্টেডিয়ামে ওই ম্যাচে দুটি অ্যাসিস্ট ও পাঁচটি গুরুত্বপূর্ণ পাস দেন তিনি।

পিয়ার সহকারী হতে ১৫ মিনিটে ১০০ আবেদন

আনচেলত্তি বলেন, ‘সে শেষ ম্যাচে খুব ভালো করেছে। আমি তাকে খুব অনুপ্রাণিত দেখছি; বিশেষ করে সিটির বিপক্ষে ম্যাচের পর। কারণ সে সেই ম্যাচের আগে অনেক চাপের মুখে ছিল। তবে সে চাপ সামলাতে পেরেছে এবং পার্থক্য গড়ে দিয়েছে। আমি নিশ্চিত, সে ভালো খেলতে থাকবে। কারণ ইনজুরি থেকে ফিরে সে এখন ধীরে ধীরে শারীরিক অবস্থার ভালো পর্যায়ে পৌঁছাচ্ছে।’