আপনি যদি ভিপিএন রাউটার ব্যবহার করেন তাহলে অনেক দিক থেকে সুবিধা পাবেন। যেমন আপনার পুরো নেটওয়ার্ক সুরক্ষিত থাকবে। প্রত্যেকটি ডিভাইসে বারবার ভিপিএন চালু করতে হবে না। তবে ভিপিএন রাউটার ব্যবহার করার কিছু নেতিবাচক সাইড রয়েছে যা আজকের আর্টিকেল এ আলোচনা করা হবে।
ভিপিএন রাউটার ২৪ ঘন্টা চালু থাকে বিধায় আপনার নেটওয়ার্ক সবসময় সুরক্ষিত থাকবে। আপনাকে ম্যানুয়ালি বারবার সুইচ অন এবং অফ করতে হবে না। যাদের ঘনঘন ভিপিএন ব্যবহার করার দরকার হয় তাদের জন্য ভিপিএন আর রাউটার সবথেকে উপযুক্ত হয়ে থাকবে।
তবে এর বেশ কিছু অসুবিধা রয়েছে। যেমন আপনি যদি ভিপিএন রাউটার ব্যবহার করেন তাহলে পুরো নেটওয়ার্কের ইন্টারনেটের গতি কমে যেতে পারে। সাধারণত ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেটের স্বাভাবিক গতি বেশ কমে যায়।
আপনি ইন্টারনেটের গতি কমে যাওয়া নিয়ে তেমন কিছু করতে পারবেন না। কারণ রাউটারের মাধ্যমেই সকল ডিভাইস কানেক্টেড থাকে। সেক্ষেত্রে প্রত্যেকটি ডিভাইসের ইন্টারনেট গতি কমে যেতে পারে।
তবে ইন্টারনেটের গতির বিষয়টি কয়েকটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ভিপিএন এর সার্ভার থেকে আপনার কম্পিউটারের দূরত্ব কতটুকু অথবা কোন টাইপের ভিপিএন প্রটোকল ব্যবহার করা হয়েছে।
যদি সার্ভার থেকে আপনার কম্পিউটারের দূরত্ব বেশি না হয় তাহলে ইন্টারনেটের গতি নিয়ে সমস্যা থাকবে না। কেননা ব্যবসা অথবা পেশাদারিত্বের জায়গা থেকে ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেটের গতি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে থাকে।
তবে ভিপিএন রাউটার ব্যবহার করার একটি সুবিধা হচ্ছে স্মার্ট টিভি, স্ট্রিমিং প্ল্যাটফর্ম সহ সব জায়গায় একই সময় ব্যবহার করা সম্ভব হবে। কেননা স্মার্ট টেলিভিশন এবং স্ট্রিমিং বক্স এ সবসময় ভিপিএন সফটওয়্যার ব্যবহার করা যায় না অথবা ব্যবহার করলেও সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়। ভিপিএন রাউটার ব্যবহার করলে সে সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়।
পাশাপাশি সকল ডিভাইসের ক্ষেত্রে কোন ধরনের বাধা ব্যতীত যেকোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। তবে আপনি কোন ভিপিএন আর সাবস্ক্রিপশন ব্যবহার করতে যাচ্ছেন সেটার উপর ফিচারের বিষয়সমূহ নির্ভর করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।