ভিভো আনুষ্ঠানিকভাবে এস১৬ সিরিজের স্মার্টফোন বাজারে রিলিজ করেছে। ভিভোর এ সিরিজের স্মার্টফোনের সবথেকে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে সেলফি ক্যামেরার সক্ষমতা। আজ জুম বাংলার পাঠকদের জন্য সিরিজের তিনটি স্মার্টফোনের স্পেসিফিকেশনের তুলনা বিস্তারিত তুলে ধরা হচ্ছে।
ভিভো এস১৬
ভিভো এস১৬ হ্যান্ডসেটের ডিসপ্লের সাইজ ৬.৭ ইঞ্চি। এটির ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১০৮০ গুণ ২৪০০ পিক্সেল। ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট এ মোবাইলে ব্যবহার করা হয়েছে। এ মডেলে হ্যান্ডসেটে ৮ জিবি এবং ১২ জিবি র্যামের দুটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাবে। সাথে রয়েছে ১২৮ জিবি বা ২৫৬ জিবি বা ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের ফিচার।
অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। পাশাপাশি ২.৫ অ্যাপাচার বিশিষ্ট ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ভিভো এস১৬ স্মার্টফোনকে পাওয়ার প্রদান করবে ৪৬০০ মেগাহার্জের ব্যাটারি। পাশাপাশি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এর ফিচার দেওয়া হয়েছে। এ হ্যান্ডসেটের দাম হবে ২৯ হাজার রুপি ও ৪০ হাজার টাকা।
ভিভো এস১৬ প্রো
ভিভো এস১৬ হ্যান্ডসেটের ডিসপ্লের সাইজ ৬.৭ ইঞ্চি। এটির ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১০৮০ গুণ ২৪০০ পিক্সেল। ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০০ চিপসেট এ মোবাইলে ব্যবহার করা হয়েছে। এ মডেলে হ্যান্ডসেটে ৮ জিবি এবং ১২ জিবি র্যামের দুটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাবে। সাথে রয়েছে ২৫৬ জিবি বা ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের ফিচার।
অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। পাশাপাশি ২.৫ অ্যাপাচার বিশিষ্ট ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ভিভো এস১৬ প্রো স্মার্টফোনকে পাওয়ার প্রদান করবে ৪৬০০ মেগাহার্জের ব্যাটারি। পাশাপাশি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এর ফিচার দেওয়া হয়েছে।
ভিভো এস১৬ই
ভিভো এস১৬ হ্যান্ডসেটের ডিসপ্লের সাইজ ৬.৬২ ইঞ্চি। এটির ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১০৮০ গুণ ২৪০০ পিক্সেল। ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে।
স্যামসাং জায়নোস ১০৮০ চিপসেট এ মোবাইলে ব্যবহার করা হয়েছে। এ মডেলে হ্যান্ডসেটে ৮ জিবি এবং ১২ জিবি র্যামের দুটি ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাবে। সাথে রয়েছে ২৫৬ জিবি বা ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ফিচার।
অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। পাশাপাশি ২.০ অ্যাপাচার বিশিষ্ট ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ভিভো এস১৬ই স্মার্টফোনকে পাওয়ার প্রদান করবে ৪৬০০ মেগাহার্জের ব্যাটারি। পাশাপাশি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এর ফিচার দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।