ভিভো ভি২৬ প্রো স্মার্টফোনটি মার্কেটে রিলিজ পাবে ডিসেম্বরের ২৯ তারিখে। অন্যদিকে অপো রেনো ৮ প্রো হ্যান্ডসেট এ বছরের মাঝামাঝি সময়ে মার্কেটে ছাড়া হয়। আজ এ দুটি ডিভাইসের স্পেসিফিকেশন এর পার্থক্য বিস্তারিত আলোচনা করা হবে।
ভিভো ভি২৬ প্রো স্মার্টফোনের ডিসপ্লের সাইজ ৬.৬৭ ইঞ্চি। এ ডিভাইসে এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। oppo reno 8 pro হ্যান্ডসেটের ডিসপ্লের সাইজ ৬.৭ ইঞ্চি। এখানেও এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে।
ভিভো স্মার্টফোনের ডিসপ্লের রেজুলেশন ১০৮০ গুণ ২৪০০। অন্যদিকে অপো স্মার্টফোনের রেজুলেশন ১০৮০ গুণ ২৪১২। ভিভোতে অ্যান্ড্রয়েড ১৩ এবং অপোতে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
উভয় স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি এর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভিভো হ্যান্ডসেটের মালি জি৭১০ গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। অন্যদিকে অপো ডিভাইসে ইনস্টল করা হয়েছে মালি জি৬১০ মডেলের গ্রাফিক্স কার্ড।
ভিভো স্মার্টফোনে ১২জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে। অন্যদিকে অপো স্মার্টফোনটির ৮ জিবি এবং ১২ জিবি র্যামের দুইটি ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবল থাকবে। তবে অপো হ্যান্ডসেটের ইন্টার্নাল স্টোরেজ হবে ২৫৬ জিবি।
ভিভো ভি২৬ প্রো এবং অপো রেনো ৮ প্রো স্মার্টফোনের সামনে একই কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এ দুটি স্মার্টফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইনস্টল করা থাকবে।
৪৮০০ মেগাহার্জের ব্যাটারি ভিভো হ্যান্ডসেটকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে ৪৫০০ মেগাহার্জের ব্যাটারি অপো স্মার্টফোনকে পাওয়ার প্রদান করবে।
অপো হ্যান্ডসেটের সাথে আপনি ৮০ ওয়াটের ফাস্ট চার্জ ফিচার পেয়ে যাবেন। অপো রেনো ৮ প্রো স্মার্টফোনের দাম ৪০ হাজার রুপি ও ৫৫ হাজার টাকা। ভিভো স্মার্টফোনটির সম্ভাব্য দাম এরকমই হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।