সাম্প্রতিক সময়ে ভিভো তাদের লেটেস্ট ভি২৭ সিরিজের স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। নতুন স্মার্টফোনে কিছু ইউনিক ফিচার দেওয়া হয়েছে। যেমন ব্যাক প্যানেলের কালার পরিবর্তন হয় এরকম গ্লাস ডিজাইন দেখতে পারবেন। হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে যা চমৎকার ছবি তুলতে পারে। আজ স্মার্টফোনটির রিভিউ আপনাদের সামনে তুলে ধরা হবে।
VIVO V27 মডেলের স্মার্টফোনের ডিসপ্লের সাইজ ৬.৭ ইঞ্চি। এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির রেজুলেশন হচ্ছে ২৪০০ গুণ ১০৮০ পিক্সেল। ফান টাচ অপারেটিং সিস্টেম ১৩ ইন্টারফেস ব্যবহার করা হয়েছে।
গ্রাফিক্স কার্ড হিসেবে Mali-G610 MC4 ব্যবহার করা হয়েছে। ৮ জিবি ও ১২ জিবি র্যাম এর দুটি ভেরিয়েন্ট মার্কেটে পাওয়া যাবে। একই সাথে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এর যে কোন একটি ভেরিয়েন্ট আপনি চয়েস করতে পারবেন।
৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি স্মার্টফোনের সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ৪৬০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
ফোনটির ডিজাইন এর কথা বলে থ্রিডি কার্ভ এবং স্লিম ডিজাইন ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনের পেছনের ব্যাক প্যানেল পরিবেশের সাথে কালার চেঞ্জ করতে পারে।
স্মার্টফোনটি হাতে নিলে প্রিমিয়াম ফিলের অনুভূতি পাবেন। ডিসপ্লের মধ্যে যথেষ্ট ব্রাইটনেস থাকার ফলে সূর্যের আলোতে তেমন সমস্যা হবে না। সফটওয়্যার অপটিমাইজেশন এবং পারফরমেন্স নিয়ে স্মার্টফোনে কোন সমস্যা চোখে পড়েনি।
এ হ্যান্ডসেটে আল্ট্রা গেমিং মড এবং অলওয়েজ অন ডিসপ্লের ফিচার রয়েছে। ভিভোর স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
এনার্জি এফিসিয়েন্সির জায়গায় স্মার্টফোনটি ভালো পারফর্ম করেছে। গেমিং সহ প্রয়োজনীয় সকল কাজে হ্যান্ডসেটটির পারফরম্যান্স বেশ সন্তোষজনক। সিঙ্গেল কোর সিপিইউ এর স্কোর ছিল ১২০৬ পয়েন্ট এবং মাল্টি কোর সিপিইউ এর স্কোর ছিল ২৬৬৫ পয়েন্ট।
স্মার্টফোনের ক্যামেরায় সনির সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোরকে রেজুলেশন ও ৬০ ফ্রেম পার সেকেন্ড বজায় রেখে ভিডিওগ্রাফি করতে পারবেন। তাছাড়া ছবি তোলার ক্ষেত্রে অনেক মোড যোগ করা হয়েছে।
ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করতে আপনার ৪৫ মিনিট সময় প্রয়োজন হবে। একবার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে গড়ে দুইদিন পর্যন্ত একটানা ব্যবহার করতে পারবেন। ৩২ হাজার রুপির মধ্যে দৈনন্দিন সকল কাজের জন্য VIVO V27 বেশি উপযুক্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।