Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ভিসা জটিলতা বাড়ায় বিদেশযাত্রায় বাড়ছে ভোগান্তি
    জাতীয় ডেস্ক
    জাতীয়

    ভিসা জটিলতা বাড়ায় বিদেশযাত্রায় বাড়ছে ভোগান্তি

    জাতীয় ডেস্কEsrat Jahan IsfaSeptember 25, 20256 Mins Read
    Advertisement

    দুইবার আবেদন করেও মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের ভিসা পাননি নারায়ণগঞ্জ সদরের বাসিন্দা নাদির হোসেন। শেষবার তিন সপ্তাহ অপেক্ষা করেও তিনি ভিসা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত সোমবার হতাশার কথা লেখেন।

    ভিসা জটিলতায় বিদেশযাত্রায় ভোগান্তি

    তাজিকিস্তানের ভিসা একসময় পাওয়া সহজ ছিল উল্লেখ করে তিনি লেখেন, আজ আমি তাজিকিস্তানের ই-ভিসার জন্য রিজেক্ট হয়েছি। এই ভিসাটিকে সাধারণত বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য সবচেয়ে সহজ ভিসাগুলোর একটি বলে ধরা হয়।

    নাদির হোসেনের মতো বাংলাদেশের বেশির ভাগ ভ্রমণপিপাসু, শিক্ষার্থী ও বিদেশ গমনেচ্ছু কর্মীদের মধ্যে বিভিন্ন দেশের ভিসা না পাওয়া নিয়ে একই ধরনের হতাশা সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন ধরে তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের হতাশাও প্রকাশ করছেন। বিভিন্ন পর্যায়ের এই ব্যক্তিদের হতাশা থেকে জানা যায়, দুই-আড়াই বছর ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশিরা ভিসা পেতে জটিলতায় পড়ছেন। প্রতিদিন বাড়ছে এই জটিলতা।

       

    আর এক বছর ধরে বাংলাদেশিদের ভিসা আবেদন প্রত্যাখ্যান হওয়ার হারও বাড়ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিদেশ গমনেচ্ছুসহ ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীরা।

    খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশিদের জন্য মূলত দুই ধরনের ভিসা জটিলতা তৈরি হয়েছে। এর একটি ভ্রমণ ভিসা, অন্যটি কর্মী ভিসা।

    বাংলাদেশিদের জন্য বর্তমানে অনেক দেশ ভ্রমণ ভিসা ইস্যু করায় অতিমাত্রায় কড়াকড়ি আরোপ করেছে। অতিরিক্ত যাচাই-বাছাই শেষে যেসংখ্যক ভিসা ইস্যু করা হচ্ছে তা-ও নগণ্য।

    ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা বলছেন, অনেক দেশ বর্তমানে ভিসা রেশিও কমিয়ে দিয়েছে। এর প্রধান কারণ, ভুয়া কাগজপত্র দিয়ে ভিসার আবেদন করা, ভিসা পাওয়ার পর সে দেশে অতিরিক্ত অবস্থান করা এবং তৃতীয় কোনো দেশে চলে যাওয়া।

    বিষয়টি নিয়ে সিগনেচার ওভারসিজের ম্যানেজার পরশ আহমেদ বলেন, সব দেশই ভিসার রেশিও অনেক কমিয়ে দিয়েছে। বর্তমানে একদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশে অনানুষ্ঠানিক ভিসা বন্ধ রয়েছে। এ ছাড়া মালয়েশিয়াসহ যেসব দেশে কর্মী পাঠানো যেত সেই দেশগুলোতেও জটিলতা বেড়েছে। অনেক ক্ষেত্রে ভিসা পাওয়ার পর প্রত্যাশিত দেশে পৌঁছানোর পর সে দেশ থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এসব কারণে এজেন্সি ব্যবসায় ধস নামছে।

    ট্রাভেল এজেন্সি মালিক সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, এটা আসলে আমাদের দেশের অভ্যন্তরীণ অবস্থা, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে তৈরি হয়েছে। এ ছাড়া রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন দেশে গিয়ে পালিয়ে যাওয়া, ভ্রমণ ভিসায় গিয়ে দীর্ঘদিন অবস্থান করে চাকরি করা— এসব কারণে মূলত ভিসা জটিলতা বৃদ্ধি পাচ্ছে।

    তিনি আরও বলেন, ইউরোপের ভিসা আগেও কম দিত। ২০২৪ সালের আগে ইউরোপের ভিসা কিছুটা বাড়লেও পরে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ায় তারা ভিসা আবেদন নেওয়াই কমিয়ে দেয়। টুকটাক যা নেয় তারও অন্তত ৮০ শতাংশ বাদ পড়ে যায়। এ ছাড়া এখন তো দিল্লিতে বাংলাদেশের যাত্রীরা যেতে পারছেন না, যার কারণে ইউরোপের দেশগুলোর জন্য আবেদনও করা যাচ্ছে না।

    ভারতের ভিসা বন্ধের প্রভাব ইউরোপে : ২০২৪ সালে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জন্য ভারত সব ধরনের ভিসা ইস্যু বন্ধ করে দেয়। বেশ কিছুদিন পর সীমিত আকারে শুধু চিকিৎসা ভিসা চালু করে। এতে খুব অল্পসংখ্যক মানুষ দেশটিতে যাচ্ছে বলে জানা গেছে। ভারতের ভিসা বন্ধের ফলে বাংলাদেশিদের জন্য ইউরোপের বিভিন্ন দেশে গমনে জটিলতা তৈরি হয়েছে। এর কারণ, বাংলাদেশে ইউরোপের অনেক দেশের দূতাবাস নেই। ওই সব দেশের ভিসা দিল্লিতে অবস্থিত দেশগুলোর দূতাবাস থেকে ইস্যু করা হয়। কিন্তু ভারতের ভিসা বন্ধ থাকায় বাংলাদেশের ইউরোপ গমনেচ্ছুরা দিল্লিতে ওই সব দেশের দূতাবাসে গিয়ে আবেদন করতে পারছেন না। ফলে তাঁরা হতাশার পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন।

    ভিসা সেন্টার পরিবর্তন নিয়েও জটিলতা : ইউরোপের ভিসা জটিলতা নিরসনে গত বছর ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের ১৯টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়, ভিসা সেন্টার দিল্লির পরিবর্তে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর করা গেলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়েই উপকৃত হবে। এর কিছুদিন পর আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বাংলাদেশিদের জন্য বুলগেরিয়া তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহবান জানান। তবে করোনা মহামারির পর থেকে বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার অন-অ্যারাইভাল ভিসা এবং ঘোষণা ছাড়াই ভিয়েতনামের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে।

    এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ সমস্যা সমাধানে আমরা কাজ করছি। কিছু কিছু মিশনকে বিকল্প কী করা যায় সে বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিকল্প মানে ভারতের বিকল্প। মিশনগুলোকে বলা হয়েছে, ইউরোপের যে দেশগুলোয় বাংলাদেশের মিশন আছে, ভিসা সেন্টার আছে, সেই দেশগুলোকে বাংলাদেশিদের জন্য ভারত থেকে ভিসা সেন্টার সরিয়ে নেওয়ার অনুরোধ করা। কিন্তু তাদের নিজস্ব মতামত রয়েছে। এটা তারা সিদ্ধান্ত নিতে পারে যে ভারত থেকে তারা সরিয়ে নেবে কি না। আমরা বললেই যে তারা সরিয়ে নেবে তা না। কিন্তু আমরা নিয়ত অনুরোধ করছি।

    অনেক দেশে কর্মী ভিসাও বন্ধ : ভ্রমণ ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার প্রবণতা বেড়ে গেলে বাংলাদেশিদের জন্য সে দেশের ভ্রমণ ভিসা সীমিত করে দেওয়া হয়। আবার গত বছর আমিরাতে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে কয়েকজন প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করায় সব ধরনের ভিসা ইস্যু বন্ধ করে দেয় দেশটির সরকার। সেই থেকে অনানুষ্ঠানিক বন্ধ রয়েছে দেশটির শ্রমবাজার। আরব আমিরাত ছাড়াও ২০১৮ সালের ৪ আগস্ট এক বাংলাদেশির হাতে বাহরাইনে এক ইমাম হত্যাকে কেন্দ্র করে বন্ধ বাহরাইনের শ্রমবাজার। আবার দুর্নীতির অভিযোগে গত বছর ৩১ মে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এতে বিএমইটির ছাড়পত্র হওয়ার পরও ১৬ হাজার ৯৯০ জন কর্মী দেশটিতে যেতে পারেননি।

    এদিকে গত বছর ১৭ অক্টোবর বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ হয়ে যায় ইতালির শ্রমবাজার। ঢাকায় ইতালি দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শ্রমবাজার বন্ধের কথা জানানো হয়। এতে বলা হয়, বিপুলসংখ্যক জাল নথি বা ডকুমেন্টের কারণে ইতালি সরকার গত বছর ১১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের অনুকূলে ইস্যু করা সব কর্ম অনুমোদনের (ওয়ার্ক পারমিট) বৈধতা স্থগিত করেছে, যা যথাযথ যাচাইকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে, যা এখনো বলবৎ আছে।

    ২০২৩ সালে বাংলাদেশিদের জন্য কর্মী ভিসা বন্ধ করে দেয় ওমান। এরপর ২০২৪ সালের জুনে ওমান সরকার জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য আরোপ করা ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু শ্রেণিকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফ্যামিলি ভিসা বা উপসাগরীয় দেশগুলোতে বাস করা বাংলাদেশিদের ভ্রমণ ভিসা দেওয়া হবে। চিকিৎসক, নার্স, প্রকৌশলী, শিক্ষক, হিসাবরক্ষক পেশাজীবীরা ওমানের ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া লিবিয়া, সুদান, ব্রুনাই, মরিশাস ও ইরাকে কাজের ভিসা এখনো বন্ধ রয়েছে।

    তবে পুরোপুরি বন্ধ না হলেও মিসরে অন-অ্যারাইভাল ভিসায় বর্তমানে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ঢাকার মিসর দূতাবাস থেকে দেওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ পাওয়ার শর্তগুলো হলো—যাত্রীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। যুক্তরাষ্ট্র, শেনজেনভুক্ত দেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, কানাডা অথবা নিউজিল্যান্ডের বৈধ ও ব্যবহৃত ভিসা থাকতে হবে।

    ফেসবুকময় ভিসা ভোগান্তির হতাশা : কামরুল ইসলাম নামের একজন ফেসবুকে লেখেন, আমার দেখা সবচেয়ে সহজ ভিসা ছিল তাজিকিস্তানের। দিল্লি থেকে মাত্র ১৫ মিনিটে স্টিকার ভিসা চোখের সামনে প্রিন্ট করে পাসপোর্টে লাগিয়ে দিয়েছিল ২০২৪ সালে। আর আমাদের দেশের কিছু মানুষের কারণে এখন আমাদের এমন অবস্থা। ভিসা না পাওয়ার মূল কারণ আমরা নিজেরাই।

    জুয়েল খান নামের আরেকজন লেখেন, ট্রাভেলারদের কাছে কোনো দেশের ভিসা রিজেকশন বড় ব্যাপার না। ১০-২০টা রিজেকশন হলেও কোনো ট্রাভেলার থেমে যায় না। আমি ভারতে তিনবার, সিঙ্গাপুরে তিনবার, থাইল্যান্ডে একবার ও দক্ষিণ কোরিয়ায় দুবার রিজেক্ট হয়েছি।

    ৩২ কিংবা ৪৮ দল নয়, ৬৪ দল নিয়েই হবে ফিফা বিশ্বকাপ!

    আশরাফুল গনি নামের এক শিক্ষার্থী লেখেন, আমারও দুবার মালয়েশিয়ার ভিসা রিজেক্ট আসছে। আমারটা স্টুডেন্ট ভিসা। তার পরও রিজেক্ট?

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় জটিলতা বাড়ছে: বাড়ায়, বিদেশযাত্রায় ভিসা ভিসা জটিলতায় বিদেশযাত্রায় ভোগান্তি ভোগান্তি
    Related Posts
    কাপ্তাই বাঁধের জলকপাট

    ফের খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

    September 25, 2025
    CEC

    পিআর পদ্ধতি সংবিধানে নেই, আমরা আইন বদলাতে পারি না : সিইসি

    September 25, 2025
    Jara

    সরকার থেকে আমাকে সেই অনুষ্ঠানে পাঠানো হয়নি : তাসনিম জারা

    September 25, 2025
    সর্বশেষ খবর
    ভিসা জটিলতায় বিদেশযাত্রায় ভোগান্তি

    ভিসা জটিলতা বাড়ায় বিদেশযাত্রায় বাড়ছে ভোগান্তি

    ফিফা বিশ্বকাপ

    ৩২ কিংবা ৪৮ দল নয়, ৬৪ দল নিয়েই হবে ফিফা বিশ্বকাপ!

    তাহসান-সৃজিত - মিথিলা

    তাহসান-সৃজিতকে নিয়ে অজানা কথা বলবেন মিথিলা

    Snapdragon 8 Elite Gen 5

    Snapdragon 8 Elite Gen 5 ঘোষিত: বিশ্বের দ্রুততম মোবাইল সিপিইউ

    Snapdragon X2 Elite Extreme

    Snapdragon X2 Elite: দুই সংস্করণে 3nm প্রসেস, 5.00GHz বুস্ট ও 18 কোর

    অ্যান্ড্রয়েড আর্কাইভ ফিচার

    Android স্টোরেজ সমস্যা: অ্যাপ আনইনস্টল ছাড়াই সমাধান

    জেমিনি এআই প্রি-ওয়েডিং ফটো

    জেমিনি AI-তে প্রি-ওয়েডিং ফটো: ৫টি প্রম্পটে কার্যকরী পদ্ধতি

    July

    মাওলানা মামুনুর রশিদ নিখোঁজে জামায়াত আমিরের উদ্বেগ

    এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসীরা : সিইসি

    YouTube এন্ড স্ক্রিন রিকমেন্ডেশন

    ইউটিউব ভিডিও শেষে সুপারিশ লুকানোর নতুন ফিচার চালু করল

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.