জুমবাংলা ডেস্ক: হলের আবাসন সংকট সমাধানের দাবিতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। যাদের অধিকাংশই প্রথম বর্ষের শিক্ষার্থী। খবর ইউএনবি’র।
ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্বে আন্দোলনকারীরা বেলা পৌনে ১১টার দিকে ভিসির বাসভবনে ঢোকার চেষ্টা করলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাদের বাধা দেন।
পরে ১০টা ৫০ মিনিটের দিকে তারা ক্যাম্পাসে ভিসির বাসভবনের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে তানভীর বলেন, আবাসন সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি ব্যর্থ। ‘আসলে তারা সমস্যা সমাধান করতে চান না। এ কারণেই কোনো কার্যকর উদ্যোগ নেননি।’
‘কর্তৃপক্ষ আন্তরিক হলে তারা হল থেকে অবৈধ দখলদারদের বের করে দিত এবং আমাদের এখানে আসার প্রয়োজন হত না,’ যোগ করেন তিনি।
গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা আবাসন সংকট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ১৫ দিনের আলটিমেটাম দেয়।
এর মধ্যে আবাসন সমস্যার সমাধান না হলে শিক্ষার্থীরা ঢাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসভবনে অবস্থান নেবেন বলে ঘোষণা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।