আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ভারতজুড়ে। এই ভাইরাস ঠেকাতে মাস্ক পরে, সারা শরীর ঢেকে রাস্তায় বের হচ্ছেন মানুষ। পাশাপাশি ভারত সরকার গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে একটি টিকটক ভিডিও বানিয়ে দিল্লির মেট্রো ট্রেনে লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন এক যুবক।
এনডিটিভির প্রতিবেদন বলছে, টিকটক ভিডিওতে দেখা গেছে, এক যুবক দিল্লির মেট্রোতে উঠে ফোন কানে বলছেন, সকালেই তিনি চীন থেকে ফিরেছেন। যু্বকের কথা আশপাশে বসে থাকা যাত্রীদের কানে যেতেই নিমেষে ভিড়ে ঠাসা কামরা ফাঁকা হয়ে যায়। আর এই সুনসান কামরায় বসে আরাম করে একাই সেই যুবক যাচ্ছেন তার গন্তব্যে।
পরে ভিডিওতে ওই যুবক জানিয়েছেন, তিনি মেট্রোর দুটি টিকিট কেটেছিলেন। সেই অনুযায়ী একবার ভর্তি কামরায় ওঠেন। তারপর ফাঁকা কামরায়। সেই দু’টি ভিডিও একসঙ্গে জুড়ে ভিডিও বানাতেই মনে হচ্ছে, সবাই তার কথা শুনে ভয়ে পালিয়েছে!
আর ওই ভিডিওটি ৩০ লক্ষ বার নেটিজেনরা দেখেছেন।
প্রসঙ্গত চিনে করোনার প্রকোপ শুরুর পর থেকে দেশটির সমস্ত কল-কারখানা বন্ধ রয়েছে। যার জেরে ভারতে আসছে না ওষুধ তৈরির কাঁচামাল। সেই কারণেই আরও বেশি করে ছড়াচ্ছে করোনা আতঙ্ক।
@kapilkashyap628 what an idea sir g@realfunnyvideos @tiktok #trending #video @1.million @theforyoupageoffical @tiktok_india
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।