আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি ফলদায়ক সমাপ্তির দিকে যাচ্ছে বলে খবর দিয়েছেন ওই আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ। তিনি বলেছেন, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। তিনি বুধবার ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরো বলেন, দু’একদিনের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে যেতে পারে বলে তিনি আশা করছেন। খবর পার্সটুডে’র।
উলিয়ানোভ বলেন, ভিয়েনা সংলাপের ব্যাপারে রাশিয়ার অবস্থান নিয়ে অনেক জল্পনা চলছে এবং কেউ কেউ একথা বলার চেষ্টা করছেন যে, মস্কোর কারণে এই আলোচনা দীর্ঘায়িত হচ্ছে। কথিত জল্পনার জবাব দিতে গিয়ে রাশিয়ার এই কূটনীতিক বলেন, ইরানের পরমাণু সমঝোতার অন্যতম প্রধান লক্ষ্য বিশ্বের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেনের পথ সুগম করা। ইরানের একটি বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে রাশিয়া ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার গ্যারান্টি চায়।
উলিয়ানোভ বলেন, কোনো ইউরোপীয় দেশ ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি রক্ষা না করলেও রাশিয়া বিগত বছরে তার আগের বছরের তুলনায় ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন ৮৬ শতাংশ বাড়িয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে রাশিয়ার এই দ্বিপক্ষীয় সম্পর্কে আমেরিকা বা ইউরোপ যাতে হস্তক্ষেপ করতে না পারে সে নিশ্চয়তা চায় মস্কো।
এর একদিন আগে গত মঙ্গলবার মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছিলেন, রাশিয়া ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় নিজের দাবির পরিমাণ বাড়িয়েছে। তিনি মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এক শুনানিতে একথা বলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়, রাশিয়া যাতে ইরানের সঙ্গে বাণিজ্যিক, সামরিক ও পুঁজি বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা চালিয়ে যেতে পারে সেজন্য ওয়াশিংটন মস্কোকে কোনো নিশ্চয়তা দিয়েছে কিনা। এর জবাবে নুল্যান্ড বলেন, আমেরিকা রাশিয়াকে তেমন কোনো নিশ্চয়তা দেয়নি।
এর আগে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে সম্প্রতি আমেরিকা ও ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত শনিবার পরমাণু সমঝোতা সম্পর্কে এক বক্তব্য দেন। তিনি বলেন, আমেরিকাকে এ বিষয়ে লিখিত গ্যারান্টি দিতে হবে যে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রাশিয়া তেহরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন চালিয়ে যেতে পারবে। তবে ওয়াশিংটন সেরকম কোনো গ্যারান্টি দিতে অপারগতা প্রকাশ করেছে। এরকম প্রেক্ষাপটে ভিয়েনা সংলাপের রুশ প্রতিনিধি একটি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনার কথা জানালেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।