বর্তমানে ইন্টারনেটে ভুয়া নিউজ ও বিভ্রান্তিকর আর্টিকেল পাঠকদের জন্য সমস্যা তৈরি করে। ফেক নিউজ সনাক্ত করে ও নির্ভর করা যায় এরকম কিছু ব্রাউজার এক্সটেনশন রয়েছে। পাঠকদের জন্য আজ এসব এক্সটেনশনের বিবরণ তুলে ধরা হবে।
NewsGuard
নিউজগার্ড সিস্টেম কিছু নির্ভরযোগ্য সাংবাদিকের উপর ভরসা করে যারা প্রত্যেক দিন ওয়েবসাইটের ৫৮০০ নিউজ চেক ও পর্যবেক্ষণ করে থাকে। নিউজগার্ড কিছু স্ট্যান্ডার্ড ঠিক করেছে এবং তার ভিত্তিতে আর্টিকেল ও সাইট পর্যবেক্ষণ করে থাকে।
- সাইটটি নিয়মিত মিথ্যা কন্টেন্ট পাবলিশ করে কিনা
- অনলাইন পোর্টালটি নিজেরা দায়িত্ব নিয়ে তথ্য পাবলিশ করে কিনা
- অনিচ্ছাকৃত ভুল হলে তা সংশোধন করে কিনা
- ফ্যাক্ট এবং অপিনিয়নকে আলাদা দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে পারে কিনা
- বিভ্রান্তিকর হেডলাইন পরিহার করে চলে কিনা
- নিজেদের ইনকাম সোর্স সম্পর্কে তথ্য প্রদান করে কিনা
- বিজ্ঞাপনকে কিভাবে উপস্থাপন করে
- অনলাইন পোর্টালের সম্পাদক কে এবং কোন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা
- যারা কন্টেন্ট তৈরি করেছে তাদের তথ্য প্রদান করছে কিনা
এসব স্ট্যান্ডার্ড কোন ওয়েব সাইটে উপস্থিত থাকলে নিউজগার্ড সিস্টেম ভালো র্যাঙ্কিং করে থাকে। নিউজগার্ড একটিভ হয়েছে কিনা তা আপনি ব্রাউসারের টুলবার থেকে দেখতে পারবেন।
TrustServista
ট্রাস্ট সার্ভিস্তা সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর ভিত্তি করে কাজ করে। এটি আর্টিকেলের সবকিছু পর্যবেক্ষণ করে দেখে। কি পরিমাণ ফ্যাট আর্টিকেলে যোগ করা হয়েছে এবং পাবলিশার ও সম্পাদকের তথ্য চেক করে দেখে।
Official Media Bias
এটির লক্ষ্য হচ্ছে পাঠক যেন মিথ্যা কনটেন্ট ও ফেক নিউজ দ্বারা বিভ্রান্তিতে না পড়ে সেটা নিশ্চিত করা। পাশাপাশি আর্টিকেলে রাজনৈতিক পক্ষপাতিত্ত্ব থাকলে পাঠক যেন সচেতন থাকে সেটাও নিশ্চিত করা।
গুগল ক্রোম, মাইক্রোসফট এজ এবং মজিলা ফায়ারফক্স এ অফিসিয়াল মিডিয়া বায়াস এক্সটেনশন সাপোর্ট করে। ব্রাউসারের টুলবারে আপনি এক্সটেনশনটি দেখতে পারবেন। কোন সাইটের ব্যাকগ্রাউন্ড এবং পূর্ব ইতিহাস থাকলে তা এই সিস্টেমের মাধ্যমে বের হয়ে আসা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।