কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে শ্রী শিবা চন্দ্র নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিংঝাড় সীমান্তে বিজিবি ১৫ ব্যাটলিয়নের সিংঝাড় ক্যাম্পের সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক শিবা চন্দ্র ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দূর্গানগর গ্রামের গরদান চন্দ্রের পুত্র বলে জানায় বিজিবি।
শনিবার রাতে ভুরুঙআগামারী উপজেলার সিংঝাড় সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৫৫ এর পাশ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বিজিবি।
এ প্রসঙ্গে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আনোয়ারুল আলম জানান, আটক ভারতীয় নাগরিককে ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।