আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে পিছিয়ে পড়ে মেজাজ হারাচ্ছেন ট্রাম্প। এক টুইট বার্তায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভুলভাবে প্রেসিডেন্ট অফিস দাবি করা উচিত নয় বাইডেনের। এই দাবি আমিও করতে পারি। আইনি কার্যক্রম মাত্র শুরু!
মার্কিন নির্বাচনের পর কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। ইলেক্টোরাল ভোটে এগিয়ে থাকা ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন অবশ্য মনে করছেন যে তিনি হতে চলেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। উইলমিংটনে নিজের নির্বাচনি প্রচারণা কেন্দ্রে শুক্রবার রাতে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে দেওয়া এক বক্তব্যে এই মনোভাব জানান তিনি।
উল্লেখ্য, সংবাদসংস্থা এপির প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন এখন পর্যন্ত পেয়েছেন ২৬৪টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি।
সূত্র: ডয়চে ভেলে বাংলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।