জুমবাংলা ডেস্ক : গতকাল থেকে বিষয়টি নিয়ে বেশ বিব্রত বোধ করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে এবার দায় স্বীকার করে নিলেন তিনি।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, এ ভুলের দায় আমরা এড়াতে পারি না। প্রয়োজনে প্রকাশিত রাজাকারের তালিকাটি প্রত্যাহার করা হবে। আর ভুলের পরিমাণ কম হলে ভুলবশত যাদের নাম এ তালিকায় এসেছে, সেগুলো প্রত্যাহার করা হবে
Advertisement
অনুষ্ঠানে সংগীত ও নৃত্যকলা অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে উৎসর্গকৃত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নুরুল ইসলাম খান রচিত ‘মুক্তিযুদ্ধ এবং আমি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


