স্পোর্টস ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। যার ফলে সকলেই এখন সংশয়ে পড়ে গেছেন নিজের জীবন নিয়ে।
একই চিন্তায় চিন্তিত বাংলাদেশের পেসার রুবেল হোসেন। উপলব্ধি করছেন তিনি নিজেও। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে রুবেল লিখেছেন, ভুল করে থাকলে ক্ষমা করে দিবেন। এই মৃত্যুর মিছিলে হয়তো আমিও চলে যেতে পারি।
করোনাভাইরাসের কারনে অসহায়দের পাশে আগেই দাঁড়িয়েছেন রুবেল। এছাড়া বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীদের সমালোচনাও করেছেন তিনি।
গেল ২১ মার্চ ফেসবুকে তিনি লিখেছিলেন, লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা, আর ২০ টাকার মাস্ক ১০০-১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ! ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনা ভাইরাস।
প্রসঙ্গত, সমালোচনার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নিম্ন শ্রেনির মানুষদের ঘরে ঘরে খাবারও পৌছে দিয়েছেন রুবেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।