Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ভুল শোধরাতে চায় আ. লীগ
    জাতীয়

    ভুল শোধরাতে চায় আ. লীগ

    Zoombangla News DeskApril 27, 20214 Mins Read
    Advertisement

    আবদুল্লাহ আল মামুন: আওয়ামী লীগের সরকারের প্রথম মেয়াদে ২০১৩ সালের মে মাসে ঢাকা অবরোধ এবং মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়ে তাণ্ডব চালিয়েছিল হেফাজতে ইসলাম। তাদের লক্ষ্য ছিল সরকারের পতন ঘটানো। এই উদ্দেশ্যে সাম্প্রদায়িক এই সংগঠন ওই বছর ঢাকাসহ সারা দেশে ব্যাপক সহিংসতা চালিয়েছিল। অবশ্য সরকার ওই সময় তাদের সহিংসতা কঠোরভাবে দমন করে। কিন্তু ওই সহিংসতার জন্য দায়ী হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে জোরালো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

    নাম প্রকাশ না করে সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকরা গতকাল সোমবার বলেছেন, তখন কঠোর ব্যবস্থা নিলে হেফাজত আর মাথা তুলে দাঁড়াতে পারত না। এ জন্য নীতিনির্ধারকরা নিজেদের ভুল শোধরাতে চান। এবার তাঁদের লক্ষ্য হেফাজতে ইসলামের মাজা ভেঙে দেওয়া।

    এই মুহূর্তে হেফাজতের শীর্ষস্থানীয় তিন নেতা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কবজায় রয়েছেন। মামুনুল হক, জুনায়েদ আল হাবিবী ও জালাল উদ্দিন রিমান্ডে পুলিশের কাছে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। এ মাসের ১৭ ও ১৮ এপ্রিল ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হেফাজত নেতাদের গ্রেপ্তারের পর নতুন করে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে সংগঠনটির উচ্ছৃঙ্খল কর্মীদের রুখে দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় হেফাজতে ইসলাম প্রথমবারের মতো বড় ধরনের সংকটের মধ্যে পড়েছে। গত রবিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়।

    এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে তাণ্ডব চালায় হেফাজত। চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে থানা, সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে। ২০১৩ সালে পার পেলেও এবারের দৃশ্যপট ভিন্ন। উগ্র সাম্প্রদায়িক এই গোষ্ঠীকে কোনোভাবেই ছাড় দিতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। নারী নিয়ে রিসোর্টে মামুনুল হকের অবরুদ্ধ হওয়া এবং এই ঘটনার জেরে রিসোর্টে তাণ্ডব চালানোর পরপরই আওয়ামী লীগের নেতারা তাঁর গ্রেপ্তার এবং হেফাজতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের শীর্ষ পর্যায়ে চাপ সৃষ্টি করেন। ফলে সরকারের নীতিনির্ধারকরা তাঁদের আগের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হন।

       

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক ভার্চুয়াল মতবিনিময়সভায় বলেন, হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে। তবে শুধু কমিটি বিলুপ্ত করলেই হবে না, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে। তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে হেফাজতে ইসলামের রাজনৈতিক সহিংসতার তাণ্ডব কি বন্ধ হবে? শেরেবাংলানগরে নিজের সরকারি বাসভবন থেকে তিনি কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় যুক্ত হন।

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, হেফাজত নামধারী সন্ত্রাসী, জঙ্গিবাদীদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এই সন্ত্রাসী গোষ্ঠীকে বিনাশ করার এখনই সময়। তা না হলে এই দানবীয় শক্তি দেশের অসাম্প্রদায়িক চরিত্র নষ্ট করে দেবে।

    সরকার হেফাজতে ইসলামের একটি অংশকে প্রশ্রয় দিয়ে আসছে—এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নানক বলেন, দেশ ও জনগণের শান্তি-শৃঙ্খলার প্রয়োজনে কখনো কখনো ছাড় দিতে হয়েছে। ২০১৩ সালের তাণ্ডবের পর মনে করা হয়েছিল তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে তা মেনে নেওয়া যায় না।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, হেফাজতে ইসলাম নামধারী সাম্প্রদায়িক এই গোষ্ঠী বিএনপি-জামায়াতের প্ররোচনায় দেশকে আবার অস্থিতিশীল করার পাঁয়তারা করছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি করা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতার মাধ্যমে তারা দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং নাশকতার সৃষ্টি করেছে। এ কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর হাতে দমন করছে।

    ২০১৩ সালের তাণ্ডবের পর হেফাজতের সঙ্গে সরকারের একটা সমঝোতা হয়েছিল, যে কারণে চরম ধ্বংসযজ্ঞ চালিয়েও হেফাজতের নেতাকর্মীদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়নি—সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ থাকার বিষয়ে হানিফ বলেন, এটা ঠিক নয়। দেশের উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তাই সরকার রাজনৈতিক ও সামাজিক পরিবেশ সব সময় স্থিতিশীল রাখার চেষ্টা করে যাচ্ছে। সে কারণে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিতে হয়েছে।

    এদিকে গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছে আহলে সুন্নাত নামের একটি সংগঠন। তাদের বিরুদ্ধে ধর্মীয় ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি, জঙ্গিবাদ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ এনেছে আহলে সুন্নাত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ উত্থাপন করে। সৌজন্যে: কালের কণ্ঠ

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ভারতীয় ওষুধ জব্দ

    সাতক্ষীরায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ: কোস্টগার্ডের অভিযানে সাফল্য

    September 20, 2025
    আবহাওয়া ভারী বৃষ্টির

    আজকের আবহাওয়ার খবর: সাগরে লঘুচাপ সৃষ্টি, ৪ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

    September 20, 2025
    যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

    মানব পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

    September 20, 2025
    সর্বশেষ খবর
    Toth

    ঠোঁটের কালচে দাগ দূর করার কার্যকরী উপায়

    যশোরে বিদেশি মদ

    যশোরে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক, ১০ বোতল বিদেশি মদ জব্দ

    Realme C71

    Realme C71 : কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত এই স্মার্টফোনে

    freedom-palestine

    চাপে ইসরায়েল, ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের আরেক দেশ

    আরব আমিরাত

    এবার বাংলাদেশসহ ৯ দেশের জন্য বড় দুঃসংবাদ দিল আরব আমিরাত

    হানিয়া আমির

    আহসান মঞ্জিলে হানিয়া আমিরের ফুচকা ও রিকশাভ্রমণ: কেন ঢাকায় এলেন এই পাকিস্তানি অভিনেত্রী?

    প্রবাসী বাবা

    প্রবাসী বাবাকে প্রথম ও শেষবারের মতো দেখল শিশু আয়ান

    ২০২৬ ফুটবল বিশ্বকাপ

    বিশ্বকাপের উন্মাদনা শুরু: টিকিট পেতে কোন দেশ থেকে সবচেয়ে বেশি আগ্রহ?

    শবনম ফারিয়া

    ফের বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র কে?

    ভারতীয় ওষুধ জব্দ

    সাতক্ষীরায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ: কোস্টগার্ডের অভিযানে সাফল্য

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.