বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভুয়া ও মিথ্যা তথ্য ভাইরাল হওয়া রুখতে সম্প্রতি নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইউটিউব। ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নিল মোহন জানিয়েছেন, ভুয়া তথ্য প্রচার রুখতে তিনটি বিষয়ে মনোযোগ বাড়ানো হবে। এগুলো হলো ভুয়া তথ্য ভাইরাল হওয়ার আগেই তা বন্ধ করে দেয়া, ইংরেজি বাদে অন্য কোনো ভাষায় ভুয়া তথ্য প্রচার বন্ধ এবং ক্রস প্লাটফর্মে ভুয়া তথ্য প্রচার সীমিত করা। খবর টেক টাইমস।
বিশ্বের বৃহত্তম অনলাইন ভিডিওর মাধ্যম ইউটিউব। প্লাটফর্মটিতে মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। ক্রস প্লাটফর্মে মনোযোগ বাড়ানোর ফলে ইউটিউব ভিডিওতে ভিউ সীমিত হয়ে যাবে। ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিডিওতে ভুয়া তথ্য থাকার আশঙ্কায় সতর্কতা ব্যবস্থাও চালু করা হবে। এছাড়া ভুয়া তথ্য প্রচার এড়াতে আরো বড় দলের কথা ভাবছে ইউটিউব।
এ বিষয়ে বেসরকারি সংস্থা ও স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তা নেবে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি। এছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের মতো বিষয়গুলোর ভিডিওগুলোয় নতুন লেবেল যুক্ত করবে ইউটিউব।
কভিড-১৯ মহামারীকালীন ভুয়া তথ্য প্রচারের জন্য সমালোচনার শিকার হয় ইউটিউব। এর বিরুদ্ধে বেশকিছু উদ্যোগ নেয়ার পরিকল্পনা করছে প্লাটফর্মটি। নিরাপত্তার স্বার্থে এবং ভুয়া তথ্য ছেঁটে ফেলেও মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে এগুলো ইউটিউবের সর্বশেষ উদ্যোগ। মোহন জানান, সম্ভাব্য ক্ষতিকর তথ্য ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সাবধান থাকবে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি। পাশাপাশি খোলা আলোচনা ও স্পর্শকাতর বিতর্কিত বিষয়ে শিক্ষার পথ খোলা রাখবে প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।