জুমবাংলা ডেস্ক : ভুয়া বিয়ে করে বিভিন্ন সময় ধর্ষণ ও পরে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ এবং স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রুপচাঁদ সরদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রুপচাঁদ সরদার পাবনার আমিরপুর এলাকার কাপাসকান্দা গ্রামের বাসিন্দা। শুক্রবার রুপচাঁদ সরদারকে পাবনা থেকে গ্রেফতার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে রোববার বিকালে জানানো হয়, ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক বিয়ের অভিনয় করে বিভিন্ন সময় ধর্ষণ করে রুপচাঁদ। পরে চাকরির প্রলোভন দেখিয়ে ৮ লাখ টাকা এবং ৪ ভরি ২ আনা স্বর্ণালঙ্কারের আত্মসাত করে।
শুক্রবার মামলা দায়েরের বিশেষ অভিযান পরিচালনা করে আসামি রুপচাঁদ সরদারকে তার নিজ বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার কাপাসকান্দা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে রুপচাঁদের ঘর থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ২ লাখ টাকা এবং ২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ১ জোড়া কানবালা উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।