
দেশজুড়ে ধারাবাহিক ভূমিকম্প ও প্রাণহানির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে। শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খনি কর্তৃপক্ষ রোববার (২৩ নভেম্বর) রাতে আকস্মিকভাবে খনি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনিতে ভূমিকম্পের আতঙ্ক দীর্ঘদিন ধরে ধীরে ধীরে বেড়ে উঠছিল। সম্প্রতি দেশে পরপর কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়া এবং এতে প্রাণহানির ঘটনা ঘটায় খনির গভীরে কর্মরত শ্রমিকদের মধ্যে ভয় আরও প্রবল হয়।
রোববার সকালে শিফটে ভূ-অভ্যন্তরে নামার সময় অনেক শ্রমিকই স্পষ্টভাবে দ্বিধা ও অনীহা প্রকাশ করেন। পরিস্থিতি উদ্বেগজনক মনে হলে খনি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি পেট্রোবাংলাকে জানায়। পরে পেট্রোবাংলার সিদ্ধান্ত খনিতে পৌঁছালে বেলারুশ ঠিকাদারি প্রতিষ্ঠান ও খনি কর্তৃপক্ষসহ ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় শ্রমিকদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে খনির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে শ্রমিকদের অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়।
মধ্যপাড়া পাথর খনির এমডি ডিএম জোবায়েদ হোসেন জানান, “ভূমিকম্পের আতঙ্কের কারণে খনি বন্ধ ঘোষণা করা হয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



