শক্তিশালী ভূমিকম্পে খেলনার মতো কাঁপল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে স্টেশনে দাঁড়িয়ে একটি ট্রেনের ঝাঁকুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে রোববার আঘাত হানা ভূমিকম্পের প্রভাবে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

এনডিটিভি সাংবাদিক উমাশঙ্কর সিং টুইটারে ওই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে ভূমিকম্পের প্রভাবে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে খেলনা ট্রেনের মতো কাঁপতে দেখা যায়। এ সময় স্টেশনে অবস্থানরত অনেকেই প্ল্যাটফর্মে বসে পড়েন।

তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলে রোববার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই ভূমিকম্পের পর পার্শ্ববর্তী জাপানে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

ইউএসজিএস জানায়, উপকূলীয় শহর তাইতুংতে স্থানীয় সময় দুপুর ২টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে। এর আগে সেখানে স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিয়ে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

জনসন বেবি পাউডারের লাইসেন্স বাতিল