সৌদি আরব ও ইরাক-মধ্যপ্রাচ্যের এই দুটি দেশ একই দিনে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে রোববার (২৩ নভেম্বর) দুটি ভূমিকম্প রেকর্ডের তথ্য নিশ্চিত করেছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, সৌদি জিওলজিক্যাল সার্ভে ৩ দশমিক ৪৩ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস ও তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেট—এই দুই এলাকার মাঝামাঝি হারেত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
হারেত আল-শাকা অঞ্চলটি সৌদি আরবের একটি ভলকানিক (লাভাগঠিত) অঞ্চল, যেখানে ভূকম্পন ও আগ্নেয় কার্যক্রমের প্রবণতা তুলনামূলক বেশি।
একই সময়ে ইরাকেও ৫ দশমিক ০৯ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড হওয়ার তথ্য জানিয়েছে সৌদি জিওলজিক্যাল সার্ভে। ইরাকের বর্ডার এলাকা ও উত্তরাঞ্চলে এমন মৃদু কম্পন প্রায়ই অনুভূত হলেও সাম্প্রতিক বিশ্বব্যাপী ভূতাত্ত্বিক অস্থিরতার কারণে এ ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



