Advertisement
তাইওয়ানের হুয়ালিয়েন শহরে আজ বৃহস্পতিবার ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী তাইপেইর ভবনগুলো কিছুক্ষণের জন্য কেঁপে উঠলেও এখন পর্যন্ত কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রয়টার্সের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার।
ভৌগোলিক অবস্থানের কারণে তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটি সবসময়ই ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকে। এর আগে ১৯৯৯ সালে দেশটিতে ৭.৩ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পে ২ হাজারেরও বেশি এবং ২০১৬ সালে অন্য এক ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



