রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় ভোগান্তির মধ্যে রয়েছে সাধারণ জনগণ। এ নিয়ে চাপে রয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। তবে যেভাবে হোক সাত দিনের মধ্যে দাম কমানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
তাছাড়া রমজান মাসে বিভিন্ন পণ্যে ভেজাল দেওয়া হচ্ছে। এ ভেজাল রোধ করার জন্য মনিটরিং শুরু করেছে বিএসটিআই। তারা ৪৯টি পণ্যে এ পর্যন্ত ভেজাল শনাক্ত করতে পেরেছে। জনগণকে যেন নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া যায় সে উদ্দেশ্য লক্ষ্য করে কঠোর মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিএসটিআই।
রমজান মাসে পণ্যের মান নিয়ন্ত্রণ করার জন্য বাজার তদারকি জরুরী। সে কাজে যুক্ত হওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি পণ্যের দাম কমিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
বাণিজ্য উপদেষ্টা বাজার তদারকি করে বলেন, বাজারে আরও পণ্যের সরবরাহ করা হবে। সয়াবিন তেলের সংকট চলতি সপ্তাহে কমবে বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান বাণিজ্য উপদেষ্টা।
অন্যদিকে, ভেজাল নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম চালানোর পাশাপাশি দোষীদের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় তিনি রমজানে ভেজাল পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।