ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক অঙ্গনে ‘উদ্বেগজনক বার্তা’ বহন করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মহাসচিবের মুখপাত্র স্টিফান দুজারিক এক বিবৃতিতে দেশটিতে চলমান পরিস্থিতির তীব্র অবনতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খবর আল জাজিরার।
স্টিফান দুজারিক বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলাগুলো পুরো অঞ্চলের জন্য সম্ভাব্যভাবে ‘উদ্বেগজনক প্রভাব’ ডেকে আনতে পারে। তার ভাষায়, ‘ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি যাই হোক না কেন, সাম্প্রতিক এই ঘটনাগুলো একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, মহাসচিব গুতেরেস সব পক্ষের প্রতি—কোনো ব্যতিক্রম ছাড়াই—আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘ সনদের পূর্ণাঙ্গ সম্মান নিশ্চিত করার ওপর জোর দিয়ে আসছেন। তিনি গভীরভাবে উদ্বিগ্ন যে, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনের বিধান যথাযথভাবে মানা হয়নি।
এর আগে, ভেনেজুয়েলায় ‘বৃহৎ পরিসরের হামলা’ চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


