Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, শনিবার রাজধানী কারাকাস থেকে কোহেদেস রাজ্যে যাওয়ার পথে হেলিকপ্টারটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে ভূপাতিত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টার আরোহী সাত সেনা কর্মকর্তা নিহত হন।
নিহতদের মধ্যে দুজন লেফটেন্যান্ট কর্নেল ও পাঁচজন জুনিয়র র্যাঙ্কের কর্মকর্তা ছিলেন বলেন বিবৃতিতে জানানো হয়।
উল্লেখ্য, শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়া দেখতে কোহেদেস রাজ্যে গিয়েছিলেন।
সূত্র : ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।