মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,‘উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন -অর্থাৎ ভেনেজুয়েলায় ক্ষমতার রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো’। ভেনেজুয়েলায় হামলা করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মানুষের শান্তি চায়। প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা’। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার ভেঙেপড়া অবকাঠামো ঠিক করবে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে।
শনিবার ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের হামলায় মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেয়া হয়। সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশ এমনটা করতে পারেনি মার্কিন বাহিনী গত রাতে যা করেছে।’
ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা ‘চালাবে’একটি ‘গ্রুপ’। তারা বিষয়টি দেখভাল করবে। তার ভাষায়, ‘আমরা একদল মানুষ নিয়ে এটা চালাব এবং নিশ্চিত করব যেন ঠিকভাবে চালানো হয়’। সেই গ্রুপে ভেনেজুয়েলার ভেতর থেকে কারা থাকবেন সে বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসের সঙ্গে কথা বলেছেন।
ট্রাম্প আরো বলেন, রদ্রিগেস জানিয়েছেন তিনি ‘যুক্তরাষ্ট্র যা বলবে তাই করতে প্রস্তুত’। তবে ট্রাম্পের বক্তব্যের পর রাষ্ট্রীয় টিভিতে রদ্রিগেস বলেন, ভেনেজুয়েলাতে ‘মাদুরোই একমাত্র প্রেসিডেন্ট’ এবং সরকার নিজেদের রক্ষায় প্রস্তুত।
এর আগে যুক্তরাষ্ট্র শনিবার ভোরে ভেনেজুয়েলায় বড় ধরনের হামলা চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে দেশের বাইরে নিয়ে যায়। পরে তাদের ইউএসএস ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয়।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লেখেন, খুব দ্রুতই তারা আমেরিকান আদালতে ‘আমেরিকান ন্যায়ের’ পূর্ণ মুখোমুখি হবেন।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


