বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোটরসাইকেলের পাশাপাশি স্কুটারেরও চাহিদা বেড়েছে। স্কুটারের জগতে জনপ্রিয় না ইতালির পিয়াজিও। প্রতিষ্ঠানটির ভেসপা স্কুটারের নাম মুখে মুখে। সম্প্রতি বাজারে এসেছে ভেসপার নতুন মডেল।
ভেসপা জিটিভি নামের এই স্কুটারের চমক হচ্ছে, এটা চাবি ছাড়াই ইঞ্জিন চালু করা যাবে।
ইউরোপের বাজারে ব্যাপক জনপ্রিয় ভেসপা জিটিভি। এই স্কুটারে যে পরিবর্তনটি না বললেই নয় তা হল ইঞ্জিন। এতে দেওয়া হয়েছে ৩০০ সিসি ইঞ্জিন। হ্যাঁ ঠিকই শুনছেন, স্পোর্টস বাইকগুলোতে যে ক্ষমতার ইঞ্জিন দেখা যায় তা রয়েছে এতে।
এই ইঞ্জিন সর্বাধিক ২৩ হর্সপাওয়া এবং ২৬ এনএম টর্ক তৈরি করতে পারে। শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি রয়েছে অনেক ফিচার্স। স্কুটারে লাইটিং রয়েছে সম্পূর্ণ এলইডি। এছাড়া মিলবে কি-লেস এন্ট্রি, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ট্র্যাক শন কন্ট্রোল, এবং ইউএসবি চার্জিং পোর্ট।
এসব ফিচার সাধারণত হাই-এন্ড মোটরবাইকে দেখা যায়। যে সব বাইক উচ্চ পারফরম্যান্স দিয়ে থাকে সেখানেই মেলে এবিএস এবং ট্রাকশন কন্ট্রোল। স্কুটারের অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে ডুয়াল টোন সহ ম্যাট ব্ল্যাক রঙ।
গ্র্যাব রেইল থেকে রিয়ারভিউ মিরর, ফুটরেস্ট সবকিছু ম্যাট ব্ল্যাক রংয়ের। রেট্রো স্টাইলের এই স্কুটার কিনতে শোরুমে আসছেন ছোট থেকে বড় সকল বয়সের মানুষ। তবে ভারতে এই স্কুটার লঞ্চ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।